#বিভাগ_কবিতা লুকোচুরি২৬.০৮.২০২১ছোটবেলার সেই লুকোচুরিখেলা আবার খেলতে মন গেল,হঠাৎ ভেবে দেখিকোন গলিতে লুকাবো নতুন করে;সব গলি খুব চেনা,যেথায় আমি করেছি আনাগোনা।দিনের আলোতে,বর্ষার দুপুরে কিম্বা শীতের সন্ধ্যা বেলা,সব গলিতেই গল্প ছড়ানো;ভ…
#বিভাগ_কবিতা
লুকোচুরি
২৬.০৮.২০২১
ছোটবেলার সেই লুকোচুরি
খেলা আবার খেলতে মন গেল,
হঠাৎ ভেবে দেখি
কোন গলিতে লুকাবো নতুন করে;
সব গলি খুব চেনা,
যেথায় আমি করেছি আনাগোনা।
দিনের আলোতে,
বর্ষার দুপুরে কিম্বা শীতের সন্ধ্যা বেলা,
সব গলিতেই গল্প ছড়ানো;
ভেবে পাইনা কোন গলিতে আমি লুকাবো এইবেলা।
তাই গলি ছেড়ে আমি লুকিয়েছি
আজ নিজেই নিজের ভিতরে,
রঙ চাটা সব সং ছবি গুলো
উঁকি দেয় আসেপাশে;
নিজেই নিজেকে কখনো খুঁজেছি লুকিয়ে থাকার আড়ালে।
অপরিনত মনের মধ্যে আজ প্রাপ্ত বয়সের ছাপ,
ছোটবেলার কাটানো সময়,
সেই সব খেলা;
আজও খেলি অবিরাম
তবে সাথী হীন একলা একলা।
পুলক চক্রবর্তী