#কবিতা_বিভাগ#শিরোনাম_ মাধবী_লতা#উৎপল_রাউত২৭/০৮/২১""""""""""""""""""""""""মাধবীলতা উঁকি মারে ছাদের পাঁচিলেফুলে…
#কবিতা_বিভাগ
#শিরোনাম_ মাধবী_লতা
#উৎপল_রাউত
২৭/০৮/২১
""""""""""""""""""""""""
মাধবীলতা উঁকি মারে ছাদের পাঁচিলে
ফুলে ফুলে দোলে,
ছাদে হাঁটি আর ও হাত তুলে
অভিবাদন করতে থাকে।
চলে যাই কুড়ি বছর অতীতে,
এরকমই কোনো এক প্রত্যুষে
হাঁটতে বেরিয়ে রাস্তার পাশ থেকে
তোমাকে নিয়ে এসেছিলাম, মাধবীলতা।
সেই থেকে অনাদরে, অযত্নে
তোমার লতিয়ে ওঠা চারতলা তক।
কত্তোবার তোমার সজীবতা
তোমার প্রাণচঞ্চলতা,
তোমার উদগ্র আরোহণ
লেগেছে আমার দুর্বিনীত !
যেন কিছুটা উদ্ধত!
ছেঁটে করতে চেয়েছি তোমাকে সংযত,
কিন্তু সেই একই তোমার লড়ে যাওয়া
আকাশকে করো ধাওয়া,
মৃত্তিকা থেকে চুমুক দিয়ে
করো বারি সিঞ্চন,
অনাদর তোমার কাছে দেবতার বর
যত অনাদর ততো তুমি একবগ্গা,
বাঁচবেই,সজীব হবেই, রঙিন হবেই
আর আকাশকে ছোঁয়ার
আপ্রাণ চেষ্টা করবেই,
মাধবীলতা, তোমার প্রাণচঞ্চলতা
কিছুটা আমাকে ধার দাও,
আমাকে মুহ্যমান করেছে
অস্তাচলের অলসতা !