Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃজনী-বন্যা-সেরা-সাহিত্য-সম্মাননা

বিভাগ - কবিতাগদ‍্য কবিতা - আশায় বুক বাঁধোনূপুর আঢ‍্য২৬/০৮/২০২১
আশা জীবনে এগিয়ে চলার শক্তি,কখনও জীবনে হোও না আশাভঙ্গ।আলো আঁধার নিয়েই মানব জীবন,হার জিত এগিয়ে চলার অঙ্গ,কথাগুলো আজীবন রেখো কিন্তু স্মরণ।মরার আগে যেও না কভু মরে,জীবনকে ক…

 


বিভাগ - কবিতা

গদ‍্য কবিতা - আশায় বুক বাঁধো

নূপুর আঢ‍্য

২৬/০৮/২০২১


আশা জীবনে এগিয়ে চলার শক্তি,

কখনও জীবনে হোও না আশাভঙ্গ।

আলো আঁধার নিয়েই মানব জীবন,

হার জিত এগিয়ে চলার অঙ্গ,

কথাগুলো আজীবন রেখো কিন্তু স্মরণ।

মরার আগে যেও না কভু মরে,

জীবনকে করো পূর্ণ উপভোগ।

গুণীজন অল্পতে হয় না ধৈর্যচ‍্যুত,

হয় না বিচলিত,শেষ দেখে ছাড়ে।

দেখে শিখো, ঠকে নয়,

দিও না ছেড়ে হাল‌।

ধৈর্য্য আছে যার - এগিয়ে চলে সে,

আশা তার হয় একদা পূর্ণ,

এগিয়ে যায় বিজয় হাসি হেসে।

তুমিও আশায় বুক বাঁধো

পাবে পাবেই জয়, নিশ্চয়।