Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি রঞ্জনী সাপ্তাহিক সেরা সাহিত্য সম্মাননা

"সুনীল" অনন্তের নাম....            --দে বা শী ষ
সামাজিক বিষের বাঁশি - আর কাব্য তরুণ খেলা,নদী পর্যন্ত পৌঁছাতে পায়চারি, সাগর পর্যন্ত হাবুডুবু রেখে,একটা জীবন যথেষ্ট হয়নি কোনদিনই - অনন্ত পর্যন্ত সৃষ্টির দিনগুলি এঁকে।
খুচরো বয়…

 


"সুনীল" অনন্তের নাম....

            --দে বা শী ষ


সামাজিক বিষের বাঁশি - আর কাব্য তরুণ খেলা,

নদী পর্যন্ত পৌঁছাতে পায়চারি, সাগর পর্যন্ত হাবুডুবু রেখে,

একটা জীবন যথেষ্ট হয়নি কোনদিনই - 

অনন্ত পর্যন্ত সৃষ্টির দিনগুলি এঁকে।


খুচরো বয়সের ভারে , একথালা গুছিয়ে নেওয়া চুম্বন ,

পাহাড়ের ঢালে আঘাত  বিক্রি হয় জলের - 

সময় আসলে কবিতার আত্মকথন।


শরীরে শরীর মিলেমিশে - অমরত্ব আসলে সন্ধান ;

এখনও অপেক্ষা করে সেই রমনী -

অপেক্ষা করে কিশোর - চাবুক শ্রোতা ;

প্রেমের বর্ষার খাতায় টুকে রাখা একাগ্রতার নাম ;


অপেক্ষা করে ..


অপেক্ষায় কাঁটাতার - শৈশবের অতল ভবিষ্যৎ,

অপেক্ষমান শ্রমিক - কৃষক - রিক্সাওয়ালা - মুটে - নির্ভিক।


পোষাক বদলে গ্যাছে বদলায়নি লিখে রাখা জীবনযাপন।

 "সুনীল" অনন্তের নাম - জন্মায় রোজ পৃথিবী বেঁচে আছে যতক্ষণ।