Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি রঞ্জনী সাপ্তাহিক সেরা সাহিত্য সম্মাননা

মিটারবক্স /কাশীনাথ মণ্ডল 06/08/2021(কবিতা)
একটি সাদা রঙের চাঁদ এবং প্যারাসিটামলআর ধোঁয়ার ভিতর আসে জ্বরের পারদবিবর্ণ আবহাওয়ায় সারিবদ্ধ কাচ সারি সারিভিজে ওল্ডটেষ্টামেন্টতারপর ধূসরের বাড়ি
গ্রিলের দরজা উর্দ্ধের ক্রিস্টাল বায়ুতে টাঙানোদ…

 


মিটারবক্স /কাশীনাথ মণ্ডল 06/08/2021(কবিতা)


একটি সাদা রঙের চাঁদ এবং প্যারাসিটামল

আর ধোঁয়ার ভিতর আসে জ্বরের পারদ

বিবর্ণ আবহাওয়ায় সারিবদ্ধ কাচ সারি সারি

ভিজে ওল্ডটেষ্টামেন্ট

তারপর ধূসরের বাড়ি


গ্রিলের দরজা উর্দ্ধের ক্রিস্টাল বায়ুতে টাঙানো

দৃশ্যত বায়ুদের সারি সারি মমির বিছানা

মলিন সার্কাসের তাঁবু নিয়ে একদল কুশীলব এবং উট হাতি গাধা জিরাফ সিংহবাহিনী

তাঁবুর ভিতর ভেড়াদের স্বপ্ন আঁকা গাছ লতাপাতা 


শুধু মন্থর মাপজোক করি

কত গজ কত সেন্টি কত জল কটা বয়া কটা সরোদ কটা ভৃঙ্গরাজ


ক'সুতো বহর রাখি চিলে ছাদ পর্যন্ত 

কটা চোখের ভ্রু

কটা চোখের টানা টানা কালি

কটা ফটো বিনিদ্র জেগে থাকে ধুলার ভিতর


আমি জিভ ও ভ্রু দিয়ে অদৃশ্য মাপি

একটি অদৃশ্যের মিটারবক্স শূন্যে ঘুরছে