Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

বিষয়ঃ কবিতাশিরোনামঃ থাকে শুধু প্রতীক্ষাকলমেঃজেরিন ইসরাত ন্যান্সিতারিখঃ২৪-০৯-২০২১ 
চলে যাবার গল্পগুলো নিছক অকেজো এবং অপরাজিত কিছু গল্প হয়ে থাকে, বরং ফিরে আসার গল্প শুনতে চেয়েছিলাম বারংবার। খুব করে ধরে রাখতে  চেয়েও পারিনি প্রিয় বন্ধ…

 


বিষয়ঃ কবিতা

শিরোনামঃ থাকে শুধু প্রতীক্ষা

কলমেঃজেরিন ইসরাত ন্যান্সি

তারিখঃ২৪-০৯-২০২১ 


চলে যাবার গল্পগুলো নিছক অকেজো এবং অপরাজিত কিছু গল্প হয়ে থাকে, 

বরং ফিরে আসার গল্প শুনতে চেয়েছিলাম বারংবার। 

খুব করে ধরে রাখতে  চেয়েও পারিনি প্রিয় বন্ধু, সুন্দর মূহুর্ত,আলোকময় সকাল,সোনা ঝরা বিকেল কিংবা একটি বর্ষণমুখর দুপুর। 

আলোয় ভরা রঙিন তুমি আমি আমাদের দিনযাপন একদিন চলে যায়,যেতোই,

থাকেনা কখনো খুব করে চাইলেও।

পিছনে ফেলে এসেছি আমিও শৈশব কৈশোর আমার মিছিলে যাবার দীপ্তময় দিনগুলো 

একদিন ভীষণ প্রতিবাদমুখর আগুন ঝরিয়ে যে সময় এসে কড়া নেড়ে যেতো চেতনায়... 

সেই সময়গুলো নিতান্ত বর্ণহীন ধূসর পান্ডুলিপি হয়ে পড়ে আছে আজ।

নিঃশব্দ একাকী  আমি কলরব শুনে অচেনা ভাষায় গান ভেবে নেই নিমেষেই,

হয়ে যাই মৌনতার কুয়াশায় ঢাকা নিরব বৃক্ষ এক, 

চলে যাবার গল্পের আনাচে কানাচে নানা রং এর পুঁতির মতো ছড়িয়ে ছিটিয়ে স্মৃতিরা,পেয়ে হারানোর বা ফিরে  পাওয়ার মুহূর্ত,  বিষন্ন কবিতা, বর্ণীল বন্ধুরা, উৎসব আয়োজন  আরো কত কি।

তবু কেটে যায় দিনকাল...

 বেলা অবেলায় বদলে যাওয়া ও বদলে দেয়ার সময়কে সাথে নিয়ে তুমি,আমি এবং সকলের 

আজ শুধু ফিরে আসার গল্প শোনার প্রতীক্ষায় আছি, 

সত্যি সে সময় আসবে কিনা সেই অপেক্ষা...

চলে যাবার গল্পের অনুবাদ অর্থপূর্ণ করার তিতিক্ষা সবারই থাকে 

আমাদের  দিন শেষে তাই আছে শুধু ফিরে পাবার এক অদম্য অভিলাষ বা আকাঙ্খা অন্তর জুড়ে দীপ্তিমান।