Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা - বর্ষামঙ্গলকলমে - অমিত ঘোষতারিখ - ১৭/০৯/২০২১--------------------------------------একলা জমাট মেঘে একটানা বৃষ্টি। অসাড় মানুষগুলো জল কাদার বেড়াজালে।বর্ষারানীর আগমনে রাজপথে তখনপ্রেমের গান।বৃষ্টিস্নাত সবুজের নব উল্লাসে কবিরা …

 


কবিতা - বর্ষামঙ্গল

কলমে - অমিত ঘোষ

তারিখ - ১৭/০৯/২০২১

--------------------------------------

একলা জমাট মেঘে একটানা বৃষ্টি। 

অসাড় মানুষগুলো জল কাদার বেড়াজালে।

বর্ষারানীর আগমনে রাজপথে তখন

প্রেমের গান।

বৃষ্টিস্নাত সবুজের নব উল্লাসে 

কবিরা প্রকৃতি প্রেমের আনন্দে।

বৃষ্টিভেজা সৌখিনতা নিয়ে কেউ কেউ

ব্যালকানির ছাদে।

সুদূর গ্রাম থেকে বস্তির আকাশ তখন

বিরামহীন কান্নায়,

অলস সময়ে দুঃস্বপ্ন হানা দেয়।

একঘেয়ে টিনের ছাউনির কান্নায়

নির্জনতা ভঙ্গ।

দূরের ইলিশ ভাজা গন্ধে পরিবেশিত হয়

ফ্যানাভাত ও আলু সেদ্ধ।

একটানা কাজে হাঁফিয়ে

সূর্য তখন লম্বা ছুটিতে।

মাছের দল বান্ধনভাঙা উল্লাসে

পুকুরের পাড় ভেঙে বিশ্বব্রহ্মাণ্ডের অধিকারে।

মৎসলুব্ধ মানুষ কোঁচ হাতে অর্জুন সাজে।

আশ্রয়হীন সাপ আর ভয় দেখায় না

তারা নতুন সন্ধিতে মানুষের বাসস্থানে।

মাঝে মাঝে কাকভেজা মানুষ

নিরুপায় একাকী পথে।

একটা রৌদ্রোজ্জ্বল দিনের অপেক্ষায়

ঘরে ঘরে প্রার্থনা ওঠে।


       *******