Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

কবিতা বিভাগ তপনকুমার বন্দ্যোপাধ্যায় ১৬/০৯/২০২১৩০শে ভাদ্র ১৪২৮
জলসত্র 
মনোলোভা ব্যঞ্জনায় ফুলের বাগান,ক্ষণিক আশ্রয় নিই অস্তিত্ব কাননে।
লালনের গান শুনে ডুগডুগি বাজাইপূর্ণিমা -আলোকে ঢেউ খেলে খেলে যায়।উপাখ্যানে উপাখ্যানে ভরা এই চরাচর...

 


কবিতা বিভাগ 

তপনকুমার বন্দ্যোপাধ্যায় 

১৬/০৯/২০২১

৩০শে ভাদ্র ১৪২৮


জলসত্র 


মনোলোভা ব্যঞ্জনায় ফুলের বাগান,

ক্ষণিক আশ্রয় নিই অস্তিত্ব কাননে।


লালনের গান শুনে ডুগডুগি বাজাই

পূর্ণিমা -আলোকে ঢেউ খেলে খেলে যায়।

উপাখ্যানে উপাখ্যানে ভরা এই চরাচর...


বৃদ্ধ বটগাছ বলে প্রসারিত হও

অস্পষ্ট রাত্রির ঘুম ভাঙাও এবার

ছায়ার মানুষ হয়ে থেকোনা সংসারে


জলসত্র খুঁজি আমি পরতে পরতে


সজীব ইচ্ছের ঢেউ নদী হ'য়ে যায়


কপিরাইট তপনকুমার বন্দ্যোপাধ্যায়