Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

#প্রেম_পূজারী✍️ -- স্নেহাশি পালিত২৪-০৯-২০২১
"ইঙ্গিতে পন্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে..."প্রবাদবাক্যটি একেবারে যুক্তিযুক্ত, সার্বজনীন,ইঙ্গিতটা বিষয় ভিত্তিক হতে পারে।
চলমান দুনিয়ায় কুলোর বাতাস -এই এক চিলতে নিখাদ প্রেম, নির্ম…

 


#প্রেম_পূজারী

✍️ -- স্নেহাশি পালিত

২৪-০৯-২০২১


"ইঙ্গিতে পন্ডিত বোঝে, মূর্খ বোঝে কিলে..."

প্রবাদবাক্যটি একেবারে যুক্তিযুক্ত, সার্বজনীন,

ইঙ্গিতটা বিষয় ভিত্তিক হতে পারে।


চলমান দুনিয়ায় কুলোর বাতাস -

এই এক চিলতে নিখাদ প্রেম, নির্মল অনুভূতি...

আশা-ভরসা যেটুকু আছে তাকে ঘিরেই!


অন্তরের টান, হৃদয়ের অনুভূতিটাকে -

একটু জাগিয়ে তোলো, নিরাকার প্রেমই পূজা...

অাত্মিক অনুভূতির মাঝে যার বোধন।


ছিন্ন করে সমাজের যত বিধিনিষেধ,

বেপরোয়া হও চন্ডীদাসের মতো...

বলো অামি শুধু রামীকেই চাই একান্তভাবে।


শুধুমাত্র পিরিতি নগরেই বসত করব,

পিরিতে ঘর বাঁধব নিজের মতো করে...

যেখানে পড়শিরা শুধু পিরিতের ভাষা জানবে!


এই না হলে কিসের প্রেম, কিসের টান...

ছন্নছাড়া জীবনের যত পরিনতি প্রেমকে ঘিরে,

প্রেম বিহনে কঠিন লাগে অস্তিত্বের সংগ্রাম।


স্থান -- বেলঘরিয়া, কোলকাতা/২৩-০৯-২০১৭

স্বত্ব সংরক্ষিত@স্নেহাশিস পালিত