Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা #শিরোনামঃ প্রশ্নহীন হও #কলমেঃ মধুপর্ণা বসু #তারিখঃ ২৪/৯/২০২১
জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়েহেসে উড়িয়ে দেওয়াই ভালো, কঠিন বেশ, তাইনা?ধোঁয়ার আবহে জীবনও এখন হেঁয়ালি,একটা উপভোগ্য নেশা শুধু চেয়ে নেওয়া প্রত্যেকট…

 


#দৈনিক_কবিতা_প্রতিযোগিতা 

#শিরোনামঃ প্রশ্নহীন হও 

#কলমেঃ মধুপর্ণা বসু 

#তারিখঃ ২৪/৯/২০২১


জীবনকে কেঁদে ভাসিয়ে দেওয়ার চেয়ে

হেসে উড়িয়ে দেওয়াই ভালো, 

কঠিন বেশ, তাইনা?

ধোঁয়ার আবহে জীবনও এখন হেঁয়ালি,

একটা উপভোগ্য নেশা শুধু চেয়ে নেওয়া 

প্রত্যেকটা রাত থেকে, আসলে এটাই মৃত্যু।

যখন অন্ধকার আর নিঃশব্দ গলা টিপে ধরে

একা ভালোবাসা, ঢাল-তলোয়ার, নচেৎ তুমি

অ্যালজোলাম বা আফিং -- আদর নিয়ে এসো।

কত রাত দেখো কেটে গেছে এভাবে নিছক,

বয়ে যাওয়া দিনগুলো গতানুগতিক... এসো আজ প্রশ্নপত্র রাখি... 

কিছু নেশা মাদকতার মোড়কে মুড়ে নিই 

শোণিতের গতিময়তায়, আর ভুখা রেখোনা সাধ।

চেটেপুটে নিতে হয়, হারাম জীবনের শেষ ঋণ।

মুক্তি.. মুক্তি নেই নেই, তুমি জানোনা? 

অন্ধকারে শেষ, আগুনের গনগনে তাপে

শেষবার চুমু নাও এই পেয়ালার, 

এসো আমরা মরণের নেশাগ্রস্ত হই।

তোমার কাছেও তো প্রশ্নাতীত নয় জীবন,

এই মুহূর্তে কেন বৃথাই খুঁজি সব কারন।