Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

রবি-রঞ্জনী-সাপ্তাহিক-সেরা-সাহিত্য-সম্মাননা

#মরুতীর্থের অভিযান#          কলমে: অবুঝ মন-------------------------------------------------------তুমি তো জানতে তোমার আছে সীমারেখা পরিধিতাহলে এই যে পিছনে ফেরাএই যে ঋতুমতী সফরে কাছে আসাএই যে হাতে হাত রেখে আগুন সেঁকাবাকি কাঞ্চন-জঙ্ঘ…

 


#মরুতীর্থের অভিযান#

          কলমে: অবুঝ মন

-------------------------------------------------------

তুমি তো জানতে তোমার আছে সীমারেখা পরিধি

তাহলে এই যে পিছনে ফেরা

এই যে ঋতুমতী সফরে কাছে আসা

এই যে হাতে হাত রেখে আগুন সেঁকা

বাকি কাঞ্চন-জঙ্ঘার ঢেউ খেলানো চূড়া

কিংবা রাঙা কৃষ্ণচূড়া ঠোঁটের কথা বাদই দিলাম

প্রতিটি ঢেউয়ের দোলায় ছিলো না কি ফাঁকি?


ঐ যে দেখতে চাওয়া

ঐ যে দেখিয়ে পাওয়া

ভুল করে হোক বা অনাকাঙ্ক্ষিত

সেদিনের মেলে ধরা শরীরের চকমকি আলো

সত্যি কি কোনো ভুল ছিলো?

সেখানে তো কবেই ঠাঁই পেয়েছে 

বেপরোয়া শৃগালের শ্যাম্পেন

তুমি যাকে মনে করো উর্বর যৌবন কামনা বন্দর।


তুমি কি জানতে না-- 

সে চিলেকোঠার স্নানাগার রয়েছে খোলা?

তাহলে বলার কি দরকার ছিলো?

কবে থেকে?--হে দোলা--হে দোলা

যে স্রোতের শ্যাম্পু মেখে করে ছিলে বয়সের গীতগান

সেখানেই আবার ছেড়ে যেতো হলো-- 

ভানুমতীর খেলা ছাপোষা ঢেউ মরুতীর্থের অভিযান ! 

-----------------------------------------------------------

                 -১৫/৯/২০২১-