Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সমন্বয় সংস্থার উদ্যোগে দেশপ্রাণ বীরেন্দ্রনাথ শাসমলের জন্মদিন পালন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে মঙ্গলবার সকালে যথোচিত মর্যাদায় পালিত হলো "বাংলার কালোষাঁড়" তথা "মেদিনীপুরের মুকুটহীন সম্রাট" দেশপ্রাণ বীরেন্দ্র ন…


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর : মেদিনীপুর সমন্বয় সংস্থার মেদিনীপুর শহর আঞ্চলিক ইউনিটের উদ্যোগে মঙ্গলবার সকালে যথোচিত মর্যাদায় পালিত হলো "বাংলার কালোষাঁড়" তথা "মেদিনীপুরের মুকুটহীন সম্রাট" দেশপ্রাণ বীরেন্দ্র নাথ শাসমলের ১৪১ তম জন্মদিন।


     এই উপলক্ষ্যে মঙ্গলবার সকালে প্রথমে মেদিনীপুর জজকোর্ট চত্বরে অবস্থিত দেশপ্রাণের আবক্ষ মূর্তির পাদদেশ সংলগ্ন স্থানটি পরিষ্কার করা হয়। পরে আবক্ষ মূর্তিতে মাল্যদানের মাধ্যমে কর্মসূচির সূচনা হয়।মাল্যদান করেন আঞ্চলিক ইউনিটের উপদেষ্টা মণ্ডলীর অন্যতম সদস্য অধ্যাপক মন্টু রাম জানা,শিক্ষক চিত্তরঞ্জন মুখার্জী, অবসর প্রাপ্ত ব্যাঙ্ক আধিকারিক অনাদি কুমার জানা । পুষ্পার্ঘ্য অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন এবং স্বাধীনতা সংগ্রামে দেশপ্রাণের ভূমিকা সম্পর্কে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন আঞ্চলিক ইউনিটের সভাপতি মানিক চন্দ্র ঘাঁটা। এছাড়াও পুষ্পার্ঘ্য দিয়ে শ্রদ্ধা জানান সম্পাদক মৃত্যুঞ্জয় খাটুয়া, কোষাধ্যক্ষ ডাঃ অরূপ কুমার দাস, কার্যনির্বাহী সমিতির সদস্য উত্তম কুমার রায়, দেবীপ্রসাদ নন্দী,শিক্ষক সুদীপ কুমার খাঁড়া,আঞ্চলিক ইউনিটের সদস্য তারাপদ বারিক, শিক্ষক নরসিংহ দাস, শি‌ক্ষক মণিকাঞ্চন রায়,সদস্যা সোনালী ঘাঁটাসহ অন্যান্যরা।