Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন গল্প-কিছুক্ষণ_আরও_না_হয়_রহিতে_কাছেকলমে-রিমলী 
__"অ্যাই দাঁড়াও দাঁড়াও.. লিফ্ট রোকো... এইযে ভাইয়া..."
পড়ি কি মরি করে আধখোলা দরজার ভেতর দিয়ে নিজের শীর্ণকায় শরীরটাকে গুঁতিয়ে ভেতরে ঢুকিয়ে, একহাতে …

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 

 

গল্প-কিছুক্ষণ_আরও_না_হয়_রহিতে_কাছে

কলমে-রিমলী 


__"অ্যাই দাঁড়াও দাঁড়াও.. লিফ্ট রোকো... এইযে ভাইয়া..."


পড়ি কি মরি করে আধখোলা দরজার ভেতর দিয়ে নিজের শীর্ণকায় শরীরটাকে গুঁতিয়ে ভেতরে ঢুকিয়ে, একহাতে শাড়ির কুঁচি সামলে,গ্রাউন্ড বাটনে হাত ছোওয়ানোর আগেই চেনা স্পর্শে চমকে ওঠে অরণ্যা...


__"তুমি... এখনও যাওনি?"


অরণ্যাকে আপাদমস্তক মেপে বিরক্তি চেপে সৌরভ বলল___

__"আধঘন্টা ধরে সেভেন্থ ফ্লোরে লিফ্টটা আটকে ছিল। তারপর চালু হতেই তুমি ওপরে ডেকে নিলে..."


সৌরভের সাথে প্রতিযোগিতায় জেতার জন্য নিজের ভ্রুদুটিকে আরও কুঁচকে নিয়ে বলল অরণ্যা..


__"এসব অজুহাত রাখো... মিসেস আইয়ারের জন্য ওয়েট করেছিলে।আমাকে দেখতে পাবে আশাই করনি..."

__"এখানেও শুরু করে দিওনা প্লিজ... ইম্পর্টেন্ট মিটিং আছে। মেজাজটা আর খারাপ করিওনা"

__"বয়ে গেছে আমার"।


আবারও ঠিক সেভেনথ ফ্লোরে এসে থেমে গেল লিফ্টটা আবারও। প্রবল ঝাঁকুনিতে সৌরভের ঘাড়ে এসে পড়ল অরণ্যা।


__"ব্যাস... আবার আটকে গেল..."


ততক্ষণে সৌরভের শার্ট খামছে ধরেছে অরণ্যা। অজান্তেই সৌরভও আগলে নিয়েছে ক্লস্ট্রোফোবিয়ায় আক্রান্ত অরণ্যাকে। মুহুর্ত পরেই দুজনেরই হয়তো মনে পড়ে যায়, সকালের তুমুল অশান্তির কথা... ছিটকে সরে আসে।


__"এক নম্বরের অপয়া তুমি"... শাড়ির কুঁচি ঠিক করতে করতে বলল অরণ্যা।


__"ইডিয়েটের মত কথা না বলে, বেল বাজাও..."


__"আমার দমবন্ধ লাগছে... দরজা ভাঙতে পারছনা? এত কষ্ট করে রেঁধে খাওয়াই কি জন্য?"

__"এই জন্যে বলেছিলাম,পড়াশোনা শেষ না করে বিয়ে করোনা। অশিক্ষিত..."

__"তোমার চোদ্দগুষ্টি অশিক্ষিত..."


ইন্টারকমে মেসেজ আসে... লিফট সারানো হচ্ছে। তাড়াতাড়ি শুরু হবে।


__"নেটওয়ার্কও নেই..ধুর..."

মাটিতে বসে পড়লে অরণ্যা।

__"আজকে আর রিহার্সালে পৌঁছাতে পারবনা..."

__"বাঁচা যাবে... নাটক নাটক করে জীবনটাই শেষ করে দিল আমার..."বিড়বিড় করল সৌরভ।

__"হ্যাঁ... এখনতো বলবেই... এই নাটক দেখেইতো মজেছিলে..."

__"বুঝতে পারিনি, তুমি যে স্টেজের বাইরেও এমন অভিনয় করতে পারো।"

__"শনি রবিবারও ল্যাপটপ নামাওনা চোখের সামনে থেকে... তারপর আবার বড় বড় কথা..."

__"বড় ফ্ল্যাট, বড় গাড়ি এগুলোকি এমনি এমনি আসবে সোনা?"


অরণ্যা এক ঝটকায় সৌরভের উত্থিত আঙুলকে নামাতে গিয়ে যন্ত্রণায় কঁকিয়ে উঠলে, সৌরভ লক্ষ্য করে অরণ্যার আঙ্গুলের গভীর কাটা দাগটা।


__" কি করে হলো?"

অরণ্যা উত্তর দেয়না...

__"দেখি একবার?"

__"প্রয়োজন নেই কোন..."


সৌরভ আঙুলটা নিয়ে সোজা নিজের মুখে পুরে দেয়। শিঁউরে ওঠে অরণ্যা।


__"কি করে হল এটা? দেখাওনিতো?"

__"তোমার দেখার সময় আছে?"

__"আমি.."


লিফটের আলো জ্বলে ওঠে। প্রবল ঝাঁকুনি দিয়ে চলতে শুরু করে। উপরের দরজায় লেখা লাল রংয়ের ফ্লোরের নাম্বারগুলো এক এক করে কমতে থাকে... সাথে ওদের মাঝের এই থমকে থাকা সময়টাও...


আরো কিছুক্ষণ যদি এভাবেই বন্দী থাকা যেত...