Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
কবিতা ****বনফুলকলমে****রমা মহান্তীতারিখ-01/10/2021
সমাজের এক অস্বাস্থ্যকর পরিবেশে তার ফুটে ওঠা!সমাজে তার পরিচয়, নাম গোত্রহীন এক বনফুল।
চোখের কোণের কালিটুকু সে প্রতি রাতে ঢেকে ফেলেচড়া মেকাপের আড়ালে,পেটের জ্বালা মে…

 


সৃষ্টি সাহিত্য যাপন


কবিতা ****বনফুল

কলমে****রমা মহান্তী

তারিখ-01/10/2021


সমাজের এক অস্বাস্থ্যকর পরিবেশে তার ফুটে ওঠা!

সমাজে তার পরিচয়, নাম গোত্রহীন এক বনফুল।


চোখের কোণের কালিটুকু সে প্রতি রাতে ঢেকে ফেলে

চড়া মেকাপের আড়ালে,পেটের জ্বালা মেটাতে ,ঠোঁটের

কোণে এক চিলতে মেকি হাসির আড়ালে মনের সব অনুভূতি গুলো মিলেমিশে রাতের অন্ধকারে সে রঙিন 

হয়ে ওঠে।


ভোরের আলো ফোটবার আগেই ঝরে যায় ধূলায়।

রাতের অন্ধকারে সে তার সৌরভ বিলাতে বিলাতে

ঢলে পড়ে নিয়তির কোলে।


তার সুবাসিত সৌরভে,সমাজে ভদ্র মানুষের তকমাধারীর

দল রাতের সুখটুকু কিনে নেয় অর্থের বিনিময়ে।


দিনের আলোয় তাদের কাছেই সে শুধু বিষাক্ত এক 

বনফুল!!!


দেবালয়ের দরজা তার জন্য বন্ধ,আঁধারেই চলে তার

বেচা-কেনা,আঁধারের বুকেই হারিয়ে যায় তার সুখ

স্বপ্নটুকু।


রাতের বনফুলের, দিনের আলোয় পাপড়ি মেলে ধরার

স্বপ্নটা কুড়ে কুড়ে খেয়ে ফেলে সমাজের এক শ্রেণীর

ঘুনপোকার দল।


এভাবে অস্বাস্থ্যকর,অন্ধকার পরিবেশে নীরবে ঝরে যায়

কত শত বনফুল।