Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতাশিরোনাম- সরষের_মধ্যে_ভূত কলমে-          সুশান্ত_ঘোষ তারিখ-       ২৫\১০\২০২১[রাবীন্দ্রিক চতুর্দশপদী কবিতা]  [অষ্টাদশ_মাত্রিক_মহাপয়ার]ফরাসী সনেট রীতির বিন্যাস (কখখক-কখখক-গগ-ঘঙঘঙ)
ধর্ম নিয়ে যতো গোঁড়ামি মৌলবাদ…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা

শিরোনাম- সরষের_মধ্যে_ভূত 

কলমে-          সুশান্ত_ঘোষ 

তারিখ-       ২৫\১০\২০২১

[রাবীন্দ্রিক চতুর্দশপদী কবিতা]

  [অষ্টাদশ_মাত্রিক_মহাপয়ার]

ফরাসী সনেট রীতির বিন্যাস 

(কখখক-কখখক-গগ-ঘঙঘঙ)


ধর্ম নিয়ে যতো গোঁড়ামি মৌলবাদীর সুড়সুড়ি 

দেশ জুড়ে ঘৃণা আর বিদ্বেষ নিয়ে চলেছে সব

ডঙ্কা বাজিয়ে বিপ্লবের মুক্তির সাজ শুধু রব 

বিপদে দেখ কালো ও হলুদ বিদেশে দেয় পাড়ি।

উন্মত্ত অমানুষে নির্যাতনে সভ্যতা শুধু লাজ

প্রতিবাদী মৃত্যু ঘটে কলোরবে নীরবতা ঢাকা 

পথের ধারে বস্তা বন্দি নারীর দেহ লজ্জা রাখা 

নীরবে শুধু বাতি জ্বালিয়ে রাজপথে করে রাজ।


নতমস্তকে বিচারকে, বুক ফুলিয়ে রাজা- মন্ত্রী 

সর্ষে মধ্যে লুকিয়ে ভূতে নিজেরা দেখ ষড়যন্ত্রী 


সর্বত্র দেখিবে চিত্র খানি মিলে মিলে অন্ত্যমিল 

বলি পাঁঠা করিবে যাকে পায় না খেতে পরিবার

ভোঁভোঁ করে ঘুরবে মাথা খুঁজে পাবেই গোঁজামিল 

ত্রাতা সেজে দুয়ারে দাঁড়িয়ে নির্বাচিত যে সবার ।। 


স্বত্ব সংরক্ষিত