Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ: কবিতাশিরোনাম: প্যারামাউন্টের টেবিলেকলমে: প্রণব মাহাততারিখ: ২৪/১০/২০২১
আজকের ক্লান্ত বিকেলে চারটি কাঁচের গ্লাস টোকা খেলো প্যারামাউন্টের ঐতিহ্যবাহী টেবিলে, যেখানে ইতিহাস ঝুলে আছে ধুলা মাখা নিথর দেওয়ালে,প্র…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ: কবিতা

শিরোনাম: প্যারামাউন্টের টেবিলে

কলমে: প্রণব মাহাত

তারিখ: ২৪/১০/২০২১


আজকের ক্লান্ত বিকেলে চারটি কাঁচের গ্লাস টোকা খেলো প্যারামাউন্টের ঐতিহ্যবাহী টেবিলে, 

যেখানে ইতিহাস ঝুলে আছে ধুলা মাখা নিথর দেওয়ালে,

প্রতিটি ইটের গায়ে লেগে আছে অতীতের দগদগে আধপোড়া দাগ, 

যেখানে বৃদ্ধ চুন সুরকী গান শোনায় বাউন্ডুলে বাউলের একতারা হাতে, 

যেখানে নেতাজীর তেজস্বী পদ রেনুর গন্ধ আজও জাতীয়তাবাদের ঝড় তুলে প্রতিটি শ্বাস-প্রশ্বাসে। 


শঙ্খ ঘোষের " উর্বশীর হাসি" প্রতিধ্বনিত হয় সর্বক্ষণই

এখনো প্রতিটি টেবিলে.... 

সুনীল গঙ্গোপাধ্যায়ের "ভানু ও রানু" লস্যির ইমেজে অনুসন্ধান করে "মনের মানুষ"। 

বিদায়ী চাউনির এক ঝলকে মন হারায় কত যুবক, 

ফিরে ফিরে আসে তারা প্রতি বিকেলে ফেলে যাওয়া স্মৃতি মোড়া টেবিলে

আলেয়া প্রেমের খোঁজে....... 

হৃদয়ের বোঝাপড়া না হয় হবে ক্ষণে বনফুলের  "সাত সমুদ্র তেরো নদী" পারে। 


আজ আমরা পা রেখেছি আত্মার টানে হটাৎ এখানে। 

শীতল চুম্বনের উষ্ণ অনুভূতি শিহরণ জাগায়

চারটি তাজা যৌবনে, 

টিকে থাকার লড়াই তবে হোকনা শুরু

প্যারামাউন্টের কাঁচের গ্লাসের অটুট বন্ধুত্বের বন্ধনে। 

        _____________________

( সত্ব সংরক্ষিত)