সৃষ্টি সাহিত্য যাপন শিরোনাম ...গৃহদ্বন্দ্বে শিশুর ব্যথা কলমে....লিয়াকত সেখতাং....২৪,১০,২১
গৃহে দ্বন্দ্ব কপাল মন্দ বেদনার নাই শেষ,স্বামী স্ত্রীর কথা বন্ধ শিশুর মনে ক্লেশ |
ছোট্ট সোনা চাঁদের কণা শুকিয়ে গেছে মুখ,পিতা-মাতার ঝগড়া দেখ…
সৃষ্টি সাহিত্য যাপন
শিরোনাম ...গৃহদ্বন্দ্বে শিশুর ব্যথা
কলমে....লিয়াকত সেখ
তাং....২৪,১০,২১
গৃহে দ্বন্দ্ব কপাল মন্দ
বেদনার নাই শেষ,
স্বামী স্ত্রীর কথা বন্ধ
শিশুর মনে ক্লেশ |
ছোট্ট সোনা চাঁদের কণা
শুকিয়ে গেছে মুখ,
পিতা-মাতার ঝগড়া দেখে
নাই যে মনে সুখ |
বাবার চোখে আগুন দেখে
শিশুর লাগে ভয়!
থর থরিয়ে কাঁপে সোনা
কেমনে মানুষ হয় ?
পিতা-মাতার ভালোবাসা
শিশুর জীবন গড়ে,
ঝগড়াঝাঁটি হলে কিন্তু
কচি মনটা মরে |
এমন ঘরে শিশু বাড়ে
পায়না কভু শিক্ষা,
শিক্ষা বিহীন মানুষ হলে
করতে হবে ভিক্ষা |
শিশু হলো খোদার দান
মানুষ তারে করো,
গৃহবিবাদ বন্ধ করে
শান্তির নীড় গড়ো |