Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি _ সাহিত্য _ যাপন  
বিভাগ       :  কবিতা  শিরোনাম  : "কৃষকের গলায় মাল্য"কলমে✍ :  তৌফিক হাসানতারিখ      :  ৩০~১০~২০২১ ইং 
🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥
%%%'%%%%%%%%কৃষকের গলায় মাল্য %%%%%%%%%%%
মাথার উপরে প্রখর রো…

 


সৃষ্টি _ সাহিত্য _ যাপন  


বিভাগ       :  কবিতা  

শিরোনাম  : "কৃষকের গলায় মাল্য"

কলমে✍ :  তৌফিক হাসান

তারিখ      :  ৩০~১০~২০২১ ইং 


🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥🚥


%%%'%%%%%%%%

কৃষকের গলায় মাল্য 

%%%%%%%%%%%


মাথার উপরে প্রখর রোদ্দুর

পায়ের তলায় সোনা মাটির তপ্ততা,

সূর্যের লেলিহান শিখা অসুর

তীব্রতা সয়ে মাঠে কৃষকের ব্যস্ততা !


ঝড় বৃষ্টি উপেক্ষা করে কৃষক

সোনার ফসল আশায় সারাদিন শ্রম,

প্রকৃতির খেয়ালে মানিয়ে ছক

চরম ব্যস্ততায় নেই যে বিশ্রামের দম !


ওঁদের অমানুষিক শ্রমের গুণে

শস্যের ছন্দে প্রকৃতি ভাসে,দেশ হাসে,

কৃষকের লাভ মধ্যস্বত্বরা গোনে

শ্রমের মূল্য নাহি জোটে কপাল দোষে !


দালালচক্র চাতুরির আশ্রয়ে 

মাতবরি কারসাজি করে কৃষক ঠকায়,

উৎপাদনের খরচ না পেয়ে 

অসহায়ের মত কৃষক কষ্টে মুখ লুকায় !


প্রতিকার চাই ! সুষ্ঠু উদ্যোগ !

কৃষক যেন পায় তাঁর শস্যের ন্যায্য মূল্য,

দূর করি ওঁদের সব দুর্ভোগ

কালোহাত গুড়িয়ে কৃষকের গলায় মাল্য !


°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°°

🍀🌾⭐🌾☘️⭐🌾⭐🍀🌾🍀🌾☘️🌾☘️🌾

(Copyright Reserved @ Taufique Hasan)

(সকাল ০৬ :৩০, শনিবার, তারিখ : ৩০/১০/২১)