Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনশিরোনাম -'মন কেমনের মা'কলমে -ব্রততী রায়চৌধুরী
এক বৃদ্ধা মা মন কেমনে বলছে শোকের আবর্তে,উমা আমার লক্ষী মেয়ে আসিস না এ মর্তে।
এ শহরে কেউ ভালোবাসে না দেয় না মায়ের দাম,সারা জীবনের স্বার্থ ত্যাগ শেষে বৃদ্ধাশ্রম…

 


সৃষ্টি সাহিত্য যাপন

শিরোনাম -'মন কেমনের মা'

কলমে -ব্রততী রায়চৌধুরী


এক বৃদ্ধা মা মন কেমনে বলছে শোকের আবর্তে,

উমা আমার লক্ষী মেয়ে আসিস না এ মর্তে।


এ শহরে কেউ ভালোবাসে না দেয় না মায়ের দাম,

সারা জীবনের স্বার্থ ত্যাগ শেষে বৃদ্ধাশ্রমে এলাম ।


আমায় ছাড়া ঘুমাত না ছেলে, মেয়ে খেত না ভাত,

আজকে তারা খোঁজও নেয় না কাটছে কেমন রাত ।


চারদিন ধরে উৎসবেতে তোকে নিয়ে কত মাতামাতি,

বিসর্জন শেষে সবাই দেখিস ভুলে যাবে ঠিক  রাতারাতি ।


নদীর ঘাটে আবর্জনাতে রইবি কোণে একলা পড়ে,

দেখতে তখন কেউ যাবে না একটু হাতে সময় করে ।


প্রয়োজনে শুধু প্রিয়জন হয় সব বোঝে এই অভাগী মা,

বৃথাই শেষে কষ্ট পাবি আসিস না তুই ফিরে চলে যা ।