Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

আলো ট্রাস্টের উদ্যোগে উৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্রপ্রদান

নিজস্ব সংবাদদাতা, কলকাতা....... শারদোৎসবের   মরসুমে সুন্দরবন এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা বেশ কিছু মহিলার  মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো আলো ট্রাস্ট।আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ১০০ জন মহিলার হাতে উৎসবের উপহার হিসেবে …



নিজস্ব সংবাদদাতা, কলকাতা....... শারদোৎসবের   মরসুমে সুন্দরবন এলাকার আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা বেশ কিছু মহিলার  মুখে হাসি ফোটাতে এগিয়ে এলো আলো ট্রাস্ট।আর্থিক দিক থেকে কিছুটা পিছিয়ে থাকা ১০০ জন মহিলার হাতে উৎসবের উপহার হিসেবে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো আলো ট্রাস্টের পক্ষ থেকে।পশ্চিমবঙ্গের বিভিন্ন জেলা নিয়ে কাজ করা, কলকাতা কেন্দ্রীক স্বেচ্ছাসেবী সংগঠন আলো ট্রাস্টের উদ্যোগে প্রতিবছরের ন‍্যায় এবছরও আর্থিক দিক থেকে পিছিয়ে থাকা ১০০ জন মহিলার হাতে নতুন বস্ত্র তুলে দেওয়া হলো সুন্দরবনের কুলতলী এলাকার নগেনাবাদ ও বৈকুন্ঠপুর গ্রামে।


আলো ট্রাস্টের পক্ষে মহিলাদের হাতে বস্ত্র তুলে দিলেন ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলাসহ অন্যান্যরা। উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজসেবী সুব্রত দাস, সুমন দাস, আল্পনা কুইলা এবং নমিতা কুইলা। কর্মসূচি সুষ্ঠুভাবে সম্পন্ন হওয়ার জন্য সবাইকে ধন্যবাদ জানান আলো ট্রাস্টের চেয়ারম্যান কমল কৃষ্ণ কুইলা।