Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

গান্ধী জয়ন্তীতে হেল্পিংহ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটির উদ্যোগে রক্তদান শিবির

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... বর্তমান করোনা আবহে রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার গান্ধী জয়ন্তীতে সংস্থার উদ্যোগে মেদিনীপুর টাউন স্কুলের (বাল…

 


নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর....... বর্তমান করোনা আবহে রক্ত সংকট কিছুটা হলেও মেটাতে এগিয়ে এলো মেদিনীপুরের স্বেচ্ছাসেবী সংগঠন হেল্পিং হ্যান্ড ওয়েলফেয়ার সোসাইটি। শনিবার গান্ধী জয়ন্তীতে সংস্থার উদ্যোগে মেদিনীপুর টাউন স্কুলের (বালক) সভাকক্ষে অনুষ্ঠিত হলো একটি রক্তদান শিবির। কর্মসূচির শুরুতে গান্ধীজীর মাল্যদান ও প্রদীপ প্রজ্জ্বলন করেন উদ্বোধক টাউন স্কুলের রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত প্রধান শিক্ষক,শিক্ষারত্ন ড.বিবেকানন্দ চক্রবর্তী সহ অন্যান্য অতিথিবৃন্দ। উদ্বোধনী সংগীত পরিবেশন করেন সংস্থার সদস্য-সদস্যাবৃন্দ। স্বাগত বক্তব্য রাখেন সংগঠনের সভাপতি দিলীপ মান্না। এদিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন চিকিৎসক ডাঃ বি বি মন্ডল, অধ্যাপক সত্যরঞ্জন ঘোষ, আইনজীবী শ্যামলেন্দু মাইতি,ব্লাড ডোনার্স ফোরামের জেলা সভাপতি অসীম ধর, সমাজসেবী সুসময় মুখার্জি, সমাজসেবী কল্পনা মুখার্জি, শিক্ষক সুদীপ কুমার খাঁড়া, শিক্ষক মণিকাঞ্চন রায়, সমাজসেবী গোপাল সাহা, মলয় রথ,দীপক ভূঞ্যা, অভিমন্যু দাস সহ অন্যান্যরা।


সংস্থার পক্ষে উপস্থিত ছিলেন সংস্থার সম্পাদিকা সুদীপ্তা দে,সহ-সভাপতি রাজশ্রী মন্ডল, কোষাধক্ষ্য ষোড়শী সিংহ, সভাপতি দিলীপ মান্না সহ অন্যান্য সদস্য-সদস্যারা। শিবিরে মোট চল্লিশ জন রক্তদাতা রক্তদান করেন।সবুজায়নের বার্তা দিতে উপস্থিত অতিথি এবং রক্তদাতাদের চারাগাছ উপহার হিসেবে দেওয়া হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুমন চ্যাটার্জী,সুব্রত মহাপাত্র ও সঙ্গীত সিংহ।