Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নবান্নে আগুন--পরিস্থিতি দমকলের আয়ত্ত্বে"

অমিতাভ গঙ্গোপাধ্যায়,কলকাতা : মহাসপ্তমীর শুরুতেই মহা বিপত্তি।বেলা বাড়তে না বাড়তেই, নবান্নের  চোদ্দ তলায় মোবাইল টাওয়ারে আচমকাই আগন লাগে।মোবাইল টাওয়ারে সামনের অংশে ধোঁয়া বেরতে দেখা যায়।এমতাবস্থায় খবর যায় দমকলে।ক্ষয়ক্ষতি না হলেও এলাক…অমিতাভ গঙ্গোপাধ্যায়,কলকাতা : 

মহাসপ্তমীর শুরুতেই মহা বিপত্তি।বেলা বাড়তে না বাড়তেই, নবান্নের  চোদ্দ তলায় মোবাইল টাওয়ারে আচমকাই আগন লাগে।মোবাইল টাওয়ারে সামনের অংশে ধোঁয়া বেরতে দেখা যায়।এমতাবস্থায় খবর যায় দমকলে।ক্ষয়ক্ষতি না হলেও এলাকায় উত্তেজনা ছড়ায়।এখানে জানান  যায়,যে চৌদ্দতলায় মুখ‍্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দপ্তর।তাই স্বাভাবিক ভাবেই এই ঘটনায় আতঙ্কের মাত্রা বৃদ্ধি পায়।ইতিমধ্যে দমকলের পাশাপাশি পুলিশকর্মী রাও সেখানে উপস্থিত হয়।মনে করা হচ্ছে প‍্যানেলবক্সে আগুন লেগেই এই বিপত্তি।যদিও প্রকৃত কারণ এখনো জানা সম্ভব হয়নি।অন‍্যান‍্য সম্ভাব্য কারণগুলিও খতিয়ে দেখা হচ্ছে।