Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#অগ্রজ কবি অমিতাভ মীরের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি 
#কত কবিতার জন্ম দাওনি
ডা.শামস রহমান ০৭ অগ্রহায়ণ'১৪২৮;ইং ২২/১১/২১
তোমার চলে যাওয়া মেনে নেয়া যায়না,কত কবিতার জন্ম দাওনিযা ছিল মনে স্মৃতি হয়ে রয়ে গেল,পদরেখা মিলেছে… #সৃষ্টি_সাহিত্য_যাপন 


#অগ্রজ কবি অমিতাভ মীরের প্রয়াণে শ্রদ্ধাঞ্জলি 


#কত কবিতার জন্ম দাওনি


ডা.শামস রহমান 

০৭ অগ্রহায়ণ'১৪২৮;ইং ২২/১১/২১


তোমার চলে যাওয়া মেনে নেয়া যায়না,কত 

কবিতার জন্ম দাওনি

যা ছিল মনে স্মৃতি হয়ে রয়ে গেল,পদরেখা 

মিলেছে পরপারে

এ ভুবনে যারা ছিল পাশে,কত সাথী চলে গেল  

কোন সুদূরে

কবিতায় অমরত্ব লিখেছে,আছে তারা আজও 

মনের মুকুরে!

এতো যাওয়া নয় বন্ধু কেন তড়িঘড়ি,দুয়ারে

মৃত‍্যু দিয়ে গেল হানা

এমনই হয় যে যায় চিরতরে নেভায়,পাদপীটে 

প্রদীপ জানা!


কোন এক ভোরে সুপ্রভাত বলেছি,গোধূলি 

বেলায় শুভঅপরাহ্ন

আজ ঠিকানা তোমার রেখে গেলে না কবি,

বলব শুভরাত্রি নির্জনে!

এ কেমন প্রস্থান শেষ হয়নিতো গান,দূরের 

টানে করেছ নিশ্চিহ্ন

কথা বলার ছিল তোমাকে চেয়েছি আসরে,

গুনী করেছ অর্জন!

বাকি কথা আজ হয়ে গেল ইতিহাস,আমারও 

দিন আসবে সামনে

হয়তো দেখা হবে কোথাও কোন বেশে,পরজন্মে

কোনখানে!


#কবিস্বত্ব_সংরক্ষিত।