Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন
~~~~~~~মেয়েটি বাড়ি ফেরেনি~~~~~~                                                       রমা মহান্তীতারিখ- 23/11/2021
আজ সন্ধ্যে হবার কিছুটা আগেই যেন অন্ধকারটা ঝুপ করে নেমে এল,লোডশেডিং,বাড়ছে বৃষ্টি তার সাথে ঝড়ো …

সৃষ্টি সাহিত্য যাপন


~~~~~~~মেয়েটি বাড়ি ফেরেনি~~~~~~

                                                       রমা মহান্তী

তারিখ- 23/11/2021


আজ সন্ধ্যে হবার কিছুটা আগেই যেন অন্ধকারটা ঝুপ করে নেমে এল,লোডশেডিং,বাড়ছে বৃষ্টি তার সাথে ঝড়ো হাওয়ার দাপট।


মোবাইলটাও আজ তাড়াহুড়োয় বাড়িতে ফেলে এসেছি,

অফিস থেকে বেরোতেও আজ একটু দেরি হয়ে গেল।


অন্ধকারে হাত ঘড়িটাও ঠিকমতো দেখা যাচ্ছে না,ওই তো

ঢং ঢং করে কোথায় যেন নটার ঘন্টা বাজল।


কোন যানবাহন চোখে পড়ছে না,

তাকে এতটা পথ আজ 

হেঁটেই বাড়ি ফিরতে হবে,বাড়ির সবাই হয়তো তার অপেক্ষায়!


জনমানবশূন্য রাস্তায় মেয়েটি আরো দ্রুত পায়ে হাঁটতে লাগল,গাঢ় অন্ধকার আর বৃষ্টিতে সামনের সব কিছু অস্পষ্ট।


মাঝে মাঝে পাশ দিয়ে দুএকটা গাড়ি শব্দ করে অন্ধকারের বুক চিরে আলোর রেখা এঁকে দিয়ে আবার 

অন্ধকারে হারিয়ে যাচ্ছে।


মেয়েটি যত তার গন্তব্যের দিকে এগোতে লাগল,বাতাসে ভেসে আসতে লাগল অ্যালকোহল আর নিকোটিনের তীব্র গন্ধ।


বিদ্যুতের আলোয় সে দেখতে পেল কারা যেন তার দিকে এগিয়ে আসছে,"দূর শালা আজ নেশাটা ঠিক জমেনি," ওই যে গুরু একটা হেব্বি মাল আসছে।


কথাগুলো অস্পষ্ট ভাবে মেয়েটির কান স্পর্শ করে গেল, তার পায়ের তলার মাটি আস্তে আস্তে সরে যেতে লাগল।


অন্ধকারে সে দেখতে পেল কতকগুলো মানুষরূপী হায়নার লোলুপ দৃষ্টি তার ভেজা শরীরটাকে যেন গ্রাস করছে।


না,মেয়েটির আর সেদিন বাড়ি ফেরা হয়নি,পরের দিন পুলিশ এসে তার অর্ধনগ্ন,নিষ্প্রাণ দেহটা তুলে নিয়ে গেল।


তখন ঝড় থেমে গেছে,চারপাশে শুধু হাজারো মানুষের কোলাহলের শব্দ,ঝড় উঠল সোশ্যাল মিডিয়া জুড়ে।


ময়ূরের পালক পুচ্ছে গুঁজে সারাদিন কা কা রবে চলল বিভিন্ন রাজনৈতিক দলের তর্জা।


শুরু হল বুদ্ধিজীবিদের নগরের একপ্রান্ত থেকে আরেক প্রান্ত পর্য্যন্ত পথ চলা,এটাই নাকি প্রতিবাদের ভাষা।


বাদ গেলনা মোমবাতির মিছিলও,বাতির আলোক শিখার নীচে অন্ধকার থেকে শোনা গেল আবার এক নারীর আর্ত চিৎকার।


আর কবে নারীরা স্বাধীন ভাবে চলাফেরা করতে পারবে!?

কিছু দানবের বিষ দাঁত নখ তাদের ছিন্নভিন্ন করে দেবে না,কবে তাদের দিকে বাড়িয়ে দেবে সাহায্যের হাত?!?


কবে হবে তাদের শুভ চেতনার উদয়,সময় বয়ে চলে সময়ের খাতে,উত্তর অধরা থেকেই যায় সমাজের কাছে।