Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন,কবিতা,শিরোনামে- *দাগ*কলমে- প্রদীপ মন্ডল,
তারিখ-23/11/2021.                             (১)অজস্র ক্ষত চিহ্ন মনের চার দেয়ালে,স্মৃতি গুলো আছে ফ্রেমে বন্দী।বুঝিনি ঝরে যাবে ভালবাসা বেখায়ালে,অসময়ে ঘড়ির কাঁটা করবে…

 

সৃষ্টি সাহিত্য যাপন,

কবিতা,

শিরোনামে- *দাগ*

কলমে- প্রদীপ মন্ডল,


তারিখ-23/11/2021.

                             (১)

অজস্র ক্ষত চিহ্ন মনের চার দেয়ালে,

স্মৃতি গুলো আছে ফ্রেমে বন্দী।

বুঝিনি ঝরে যাবে ভালবাসা বেখায়ালে,

অসময়ে ঘড়ির কাঁটা করবে সন্ধি।।

                            (২)

আগুন ঝরা ফাগুনে পুড়বে পলাশ,

ঝরে যাবে অকালে প্রেমের বকুল।

ঋতুরাজ হয়ে যাবে জিন্দা লাশ,

মরিয়া হবে বিরহী ব্যথাতুর মুকুল।।

                            (৩)

কাশ ফুলেরাও হাসবে না শরৎকালে,

ভাসবে না বরষায় উড়ন্ত মেঘ।

রামধনু উঠবে না কোন বিকালে,

হারাবে শ্রাবণ ঝরো ঝরো আবেগ।।

                            (৪)

নদী তার শুকোবে স্রোতস্বিনী ক্ষমতা,

এলোমেলো ঢেউ গুলির ফুরোবে কলতান।

মানবতার ভারসাম্যতা উদাসীন অ-সমতা,

বাতাসে গাইবে না সুমধুর গান।।

                            (৫)

শিউলিরাও বুঝে গেছে পৃথিবীর ছন্দ,

রজনীগন্ধাও রাতের মিছে মায়া সোহাগী।

ঝরে গেছে হাসনুহানা কামিনীর গন্ধ,

মর্মর মল্লিকায় বাজে রাগ বেহাগী।।

                             (৬)

বরষায় বিরহ তান সুরহীন ভেকে,

তারাগুলি মেঘে ঢাকা চাঁদ মুখভার।

জোছনায় ভারী মন জোনাকিরে ডেকে,

বলে ভালবাসা আঁকো আর একবার।।

                            (৭)

প্রচন্ড দাবদাহে গ্রীষ্মের বার বেলা,

ছুটি কাটাতাম তুমি আমি দুজনে।

কৃষ্ণচূড়ায় রঙ বেরঙের ফুলেদের মেলা,

ভালবাসার গল্প কথা শোনাতেম কুজনে।।

                            (৮)

শীতেরও মরশুমে পিঠে পুলি পায়েস,

হাড়কাঁপুনি ঠোঁটফাটা রোদেলা মৌঝোলা।

ঢেঁকিছাটা চিড়েচ্যাপ্টা আরো কতো আয়েস,

যায়না সেদিনের কথা কখনোই ভোলা।।

                           (৯)

রাম জানে রমজান রহিমও রামনাম,

উৎসবে মুখরিত ঝুমুর ঝঙ্কার যাত্রাপালা।

সঙ্গদানে ছিল নাতো কোন বদনাম,

দুটি মনে ধরেনিতো কোনদিন জ্বালা।।

                          (১০)

আজ কেন ধরণীতে ধরেছে ফাটল,

গুঞ্জরে পিঞ্জরে মন মজুরী গহনে।

প্রতিহিংসার মন গুলি যুযুধানে অটল,

আত্মসম্মান বোধ জ্ঞানে যায়না সহনে।।

                          (১১)

ভালোবাসার রাজপ্রাসাদে বদ্ধ বিদঘুটে হাহাকার,

হারেমের কান্নায় ছিল প্রেম রাগ।

মমতাজ শাজাহান পারুল দেবদাসও বেকার,

জটিল গন্ধটাই মনে দিলো দাগ।।