Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#নারীর আবার জাত... @সুচেতনা🍁তাং-২৪/১১/২০২১
   নারী তোমার আবার জাত আছে নাকি..?   দশ মাসের গর্ভ যন্ত্রনায় প্রসবের পর,যদি বা হয় কন্যা সন্তান,সে যে তখন কলঙ্ক এই সমাজের বুকেতেই।ভুমিষ্ঠের পর যে তাকে খুন হতে হয়,এ…

 


#সৃষ্টি_সাহিত্য_যাপন 


#নারীর আবার জাত...

 @সুচেতনা🍁

তাং-২৪/১১/২০২১


   নারী তোমার আবার জাত আছে নাকি..?

 

   দশ মাসের গর্ভ যন্ত্রনায় প্রসবের পর,

যদি বা হয় কন্যা সন্তান,

সে যে তখন কলঙ্ক এই সমাজের বুকেতেই।

ভুমিষ্ঠের পর যে তাকে খুন হতে হয়,

এই নির্মম সমাজের ছত্রছায়ায়।

কন্যা সন্তান হলে হয়তো এখন শাঁখ বাজে কিছু ঘরে।

তবে, এখনোও যে অনেক স্থানে জোটে না আদর অফুরন্ত।


     নারী তোমার জাত আছে নাকি...?


  পিতৃগৃহ থেকে যখন বড়ো হয়ে ওঠে যে কন্যা...

যদিও বা সেই কন্যা কেই শিখতে হয় যে,

...... তুমি না মেয়ে! ধীরে কথা বলো,

চলন বলন ঠিক করো, তুমি না মাইয়া!

....তোমাকে সহনশীলতা, ধৈর্য্য রাখতে হবে বারংবার।

মেয়েটি যদিও বা হয় ডানপিঠে,

এই সমাজই ওকে শিখতে বলবে শান্ত হতে।


   নারীর আবার জাত....!


  কৈশর থেকে যৌবন,যৌবন থেকে বৃদ্ধ,

ধাপে ধাপে দেখবে তুমি কতো গিরগিটি তোমার সামনে।

রূপ দেখাবে  বদলাবে তোমার কাছের মানুষরাই।

তোমার প্রেমিক তোমায় যদি মাঝপথে দেয় ধোঁকা,

ভয় পেও না, বুঝবে তখন কখনো সে...

 ছিল না তোমার ,চেয়েছিল যে শুধু  শরীর তোমার।

আজকাল যে ভালোবাসা টাও  মিলছে নাকি যন্ত্রে,

একটার পর আরেকটাতে কনভার্ট হচ্ছে সেকেন্ডে।

ক্ষণিকের এই ভালোবাসা টা মিলছে দেখো টিন্ডারে।


  ভালোবাসা তেও যে আজকাল নকল আছে বন্ধু,

হারিয়ে গেছে তাতে হৃদয়....

প্রেমিকের এখন বড্ড তারা, প্রতিক্ষায় যে বড়ো বাঁধা।

প্রেমিক এখন খুব সহজেই,

 চাইছে দেখ প্রেমিকার নগ্ন শরীর কে বারবার।

সেই ভালোবাসায় কি প্রাণ আছে,

 আছে কি তাতে  হৃদয়ের অনুভূতি...?

মোহতে জরাচ্ছে ফূ্র্তি করছে...

মরছে কতো অবুঝ নাবালিকা প্রতি ঘরে ঘরে।


  সত্যি,নারী তোমার আবার জাত আছে নাকি...?


    বিবাহের পর স্বামী যদি হয় বর্বর,মাতাল,

পরিবার তাকে ভরসা দেখায়....

কারণ কি জানো...?

স্বামী যে তার সরকারি অফিসার...।

একটু আধটু বকাবকি,লাঞ্ছনা ওটা চলে রে মা,

ঐ ,একটু মানিয়ে নেওয়ার বুদ্ধি আসে...

 নিজের গৃহ থেকেই,.... সোনার আংটি আবার বাঁকা,

স্বামী, সংসার দায়িত্বের চাপে...

কবর দিতে হয় নারীর ইচ্ছাগুলো কে।

সংসারেতে সব উজার করলেই,

টিকে থাকবে তুমি নারী, তখন পাবে শিরোপা,

 তুমি তখন যে অনন্যা, তোমার মতো বৌ হয় নাকি...!

 

    হা..হা...হা...নারী তোমার সত্যি জাত নেই...!


শেষ জীবনেও নারী তুমি সেই পরগাছা,

তোমাকেই শুনতে হবে তোমারি মানুষ করা...

সেই সন্তান যখন বলবে ব্যাকডেটেড।

তোমাকে সহ্য করতে না পেরে,

জুটছে তোমার শান্তির ঠিকানা সেই বৃদ্ধাবাস...

জীবনের শেষ ধাপেও তোমার নেই শান্তি,

মনের মতো এমন কাউকে 

পাও যদি বা তোমার শেষ জীবনে,

 ভালোলাগা, ভালোবাসা যে বয়সে আসে না...

চিন্তা করো না.....

খুব সুন্দর কলঙ্কের মালা,

পরিয়ে দেবে তোমারি সুন্দর সমাজ।


     হায় রে নারী,হায় রে সমাজ! 

আমরা কবে বলতে পারো মানুষ হবো...?

কবে কারোর ভোগ্য নয় ভাগ্য হবো কাছের মানুষের।

সম্মান পেয়ে গড়বো নিজেই নিজের সত্ত্বা গুলো কে।

নিজের চাওয়া পাওয়ার ইমারত কে...

বলতে পারো কবে...বলতে পারো......🍁