Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

হাওড়া স্টেশনে সোনা পাচার করতে গিয়ে ধৃত ১

সোমনাথ মুখোপাধ্যায় বিপুল পরিমাণ সোনা সমেত হাওড়া আরপিএফের নজরদারি দলের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের নাম সন্তোষ কুমার। শুক্রবার হাওড়া স্টেশনে রুটিন নজরদারির চালানোর সময় বিহারের পাটনার বাসিন্দা সন্তোষের কাছ থেকে বিপুল পরিমাণ সোনা…



সোমনাথ মুখোপাধ্যায় 

বিপুল পরিমাণ সোনা সমেত হাওড়া আরপিএফের নজরদারি দলের হাতে ধরা পড়ল এক ব্যক্তি। ধৃতের নাম সন্তোষ কুমার। শুক্রবার হাওড়া স্টেশনে রুটিন নজরদারির চালানোর সময় বিহারের পাটনার বাসিন্দা সন্তোষের কাছ থেকে বিপুল পরিমাণ সোনার গয়না উদ্ধার করে আরপিএফ। আরপিএফ সূত্রে জানা গিয়েছে, উদ্ধার হওয়া গয়নার আনুমানিক বাজার মূল্য প্রায় ৩২ লক্ষ ৭৪ হাজার টাকা। ধৃতকে হাওড়া জিআরপি হেফাজতে রাখা হয়েছে। 


শুক্রবার নজরদারি চালানোর সময় হাওড়া স্টেশনের পুরনো কমপ্লেক্সে ৯ নম্বর প্ল্যাটফর্মে সন্দেহজনকভাবে ঘোরাঘুরি করতে দেখে সন্তোষকে আটকায় আরপিএফের নজরদারি দল। সন্দেহভাজন ওই ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করার পর সন্দেহ আরো বাড়ে তাঁদের। তার কাছে বড়ো ব্যাগ দেখে সেটি খুলে দেখাতে বললে সে প্রথমে অস্বীকার করে সন্তোষ। পরে ব্যাগ খুললে দেখা যায় তাতে থরে থরে সাজানো রয়েছে সোনার হার, কানের দুল, চুড়ি প্রভৃতি বিভিন্ন ধরনের গহনা। আরপিএফের জিজ্ঞাসাবাদের কোনো সদুত্তর দিতে পারেনি সন্তোষ। বিল জাতীয় কোনো বৈধ কাগজপত্রও দেখাতে পারেনি। ফলে তাকে গ্রেপ্তার করেন আরপিএফ কর্মীরা।