Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন:-
কে..
বৃষ্টি, তুমি আর আমিকেউ তো পাল্টে গেছিও হ্যাঁ, আর একজন ছিলোকবিতা তুমিআশ্চর্য! সেই একই ছন্দে ডাকো ডাকো বলেই ধরা পড়ি কেউ তো চলে গেছি!
ওই তো বৃষ্টি তে!..ঠিক আগের মতো সব রোদ কাপড় কী দৌড়ে নিয়ে গেলোও বাড়ির বৌ কাক…

 


সৃষ্টি সাহিত্য যাপন:-


কে..


বৃষ্টি, তুমি আর আমি

কেউ তো পাল্টে গেছি

ও হ্যাঁ, আর একজন ছিলো

কবিতা তুমি

আশ্চর্য! সেই একই ছন্দে ডাকো 

ডাকো বলেই ধরা পড়ি 

কেউ তো চলে গেছি!


ওই তো বৃষ্টি তে!..ঠিক আগের মতো সব 

রোদ কাপড় কী দৌড়ে নিয়ে গেলো

ও বাড়ির বৌ 

কাক গুলোও ভিজলো একই ভাবে

নিম গাছে

ঝাপটা এসে লাগলো চশমায়.. জামায়

বৃষ্টি! তুমি যে একই আছো

তাহলে!..

তুমি আমি'র কেউ!


দূরে কোথায় যেন শাঁখ বাজত

সন্ধ্যা আসতো সারা বিশ্ব জুড়ে 

নিম গাছটা আর দেখা যেতোনা

আর ঠিক তখনই তুমি...

আমার চিঠিতে 

জানলা বন্ধ করে অনেক জন

বৃষ্টি কবিতা তুমি আমি 


খাতায় সেই অক্ষর তেমনই

জানলায় তেমনই ধাক্কা প্লাবনের 

শুধু কেউ একজন নেই ঘরে 

তুমি অথবা আমি..


                                  -- অমিত বন্দ্যোপাধ্যায়

                                            7/12/21