Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

আগুন এবং পোড়ামাটি
রূপবিলাস মণ্ডল ০৮.১২.২০২১
বেলা পড়ে এল, অন্ধকার মাটিতে এবার ছোবল মারবে ।ভিক্ষা শেষে ক্লান্ত ভিখারিনী পেটের জ্বালায় উনুনে চাল চড়ায়,বুকের ভেতর ছোট্ট শিশুটিনির্মম ধোঁয়ায় বড়ো ছট্ ফট্ করেমুখ গুঁজে এতটুকু আশ্রয় খোঁজে …

 


আগুন এবং পোড়ামাটি


রূপবিলাস মণ্ডল 

০৮.১২.২০২১


বেলা পড়ে এল, 

অন্ধকার মাটিতে এবার ছোবল মারবে ।

ভিক্ষা শেষে ক্লান্ত ভিখারিনী 

পেটের জ্বালায় উনুনে চাল চড়ায়,

বুকের ভেতর ছোট্ট শিশুটি

নির্মম ধোঁয়ায় বড়ো ছট্ ফট্ করে

মুখ গুঁজে এতটুকু আশ্রয় খোঁজে 

একটু বাঁচার জন্য আমাদের পৃথিবীতে।

চোখে জল আসে, দুঃখে নয়

পোড়া মাটি চুষে ওরা আগুনে মানুষ কিনা।

ঝাঁক ঝাঁক চড়ুই কাকের দল 

চারিদিকে চিৎকার করে,

শ্বাপদসংকুল এক পরিত্যক্ত ঘরে 

ওরা বাস করে বিপুল শান্তিতে। 


চারিদিকে উন্নয়ন, সবপক্ষ বিতর্ক সভায়

ওদের জীবনে শুধু গাঢ় অন্ধকার 

দুর্বিষহ জীবনের পাশে নেই কেউ

ওদের জীবন শুধু বাঁচার তাগিদ

ভাষাহীন রাষ্ট্রীয় নিষ্ঠুরতায়। 


মুখে মুখে দরদের হিড়িকে কখন

ফ্যাসিবাদ চুপি চুপি পরিব্যাপ্ত হয় ।

আগুন জ্বলার আগে

 প্রশাসন ঢেলে যায় জল ।

দরদী কবির দল ওৎপেতে

প্রচ্ছন্ন শবের দেশে দাঁত মুড়ে হাসে। 

মেঘের শিরায় লাল রক্ত জমে বলে

শকুনের মুখে লালা ঝরে। 


সাম্যবাদ ! গণতন্ত্র ! শব্দগুলো 

সংক্ষিপ্ত জরায়ূ দেশে কবে তো উধাও ।

বড়ো বেশী ক্লান্ত কবি আমি ,

চেতনায় বিধ্বস্ত বিশ্বাসে 

একটু সান্ত্বনা খুঁজি।

আগুন জ্বলুক দেশজুড়ে 

মাটি পুড়ে লাল হয়ে যাক

শক্ত হোক মাটি, প্রসারিত হোক,

প্রতিধ্বনি উঠুক সৃষ্টি থেকে নতুন করে 

আগুন..... আগুন....... 

শেষে পড়ে থাক পোড়া মাটি 

আর অনন্ত স্তব্ধতা।