Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপন============বিষয় : কবিতা, শিরোনাম:-ইচ্ছেরা নিত্য ইচ্ছেয় মরেলেখক:-রতন পালতারিখ:-৩০/১২/২০২১
ইচ্ছেরা নিত্য ইচ্ছেয় মরে,অকূলে পায়না কূল,উৎসমূলে তবু রয়ে যায় ক্ষয়ে, ভয় ভীতি সংকুল।যে তরী ভাসিয়ে, তন্দ্রা হারিয়ে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

============

বিষয় : কবিতা, শিরোনাম:-ইচ্ছেরা নিত্য ইচ্ছেয় মরে

লেখক:-রতন পাল

তারিখ:-৩০/১২/২০২১


ইচ্ছেরা নিত্য ইচ্ছেয় মরে,অকূলে পায়না কূল,

উৎসমূলে তবু রয়ে যায় ক্ষয়ে, ভয় ভীতি সংকুল।

যে তরী ভাসিয়ে, তন্দ্রা হারিয়ে,উন্মুখ হয়ে থাকা,

সে পথচলা মাঝে আধো অধূরায়, স্বপ্নই পড়েছে ঢাকা। 


স্বপ্নেরা গড়ে নিজ উদ্যমে,উড্ডীন পঙ্খী মেলে,

রঙিন নানা আঁকিবুঁকি লিখে, ইচ্ছেকে ছুঁয়ে খেলে। 

যে স্বপ্ন বুনন অতলে তলিয়ে, বাস্তব চিত্রে রয়না,

আসলে সে তো ইচ্ছেরই বাঁধনে,ইচ্ছেই ওকে সয়না।


নতুন স্বপ্ন এভাবে বুননও, নিত্য প্রাচুর্যে ভরা,

আশা ভরে মনে, আবেগ উথলে, আবেগের হাত ধরা।

মুখ্যত আবেগই মুখের ভাষায়,সময়ের সাথে চলে,

ইচ্ছেরা হলো আবেগের দাস,রঙরূপে খেলে তলে।


মন ও মুখোশ মুখোমুখি যেন, প্রতিবিম্ব দর্পণে,

একে অন্যের বিরূপ প্রভাবে, দীনহীন ও অর্পনে। 

ইচ্ছেরা জাগে,খুশি ভরে স্বাদে, নতুনের আহ্বানে,

তবু আশা আশে, পরাভূত শ্বাসে, প্রমাদের বীণা হানে


ইচ্ছেরা তাই অবদমিত হয়,নবচেতনায় আনমনে,

আবেগ বিভোর ছন্দলীলায়, অভিমানে পুড়ে ক্ষণে।

সেই পথচলা তাই অতি সজ্ঞানে, ইচ্ছে খুশির ভিতে,

গড়ে উঠে নব কলেবরে সাজে, চালিকাশক্তির হিতে।


                   ===========