Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনদৈনিক প্রতিযোগিতাকবিতাশিরোনাম -নির্ভয়াকে শ্রদ্ধাকলমে -সুপ্তি ভট্টাচার্যতারিখ -৮/১২/২১     *********তোমাকে ওরা বাঁচতে দিলোনা --   প্রতিবাদ তোমার ,শতগুন আঘাত নিয়ে ফিরে এসে         তোমায় করেছিল ছিন্নবসনা ।তুমি পরা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

দৈনিক প্রতিযোগিতা

কবিতা

শিরোনাম -নির্ভয়াকে শ্রদ্ধা

কলমে -সুপ্তি ভট্টাচার্য

তারিখ -৮/১২/২১

     *********

তোমাকে ওরা বাঁচতে দিলোনা --

   প্রতিবাদ তোমার ,শতগুন আঘাত নিয়ে ফিরে এসে

         তোমায় করেছিল ছিন্নবসনা ।

তুমি পরাস্ত হওনি সহজে , তোমার সাহস

      তোমার লড়াকু সত্ত্বা --অনেক রক্ত ঝরিয়েছিল ঐ

নর পশুদের , হায় অসহায় নারী ,

  লুন্ঠিতা হলে পাশবিকতার কাছে ।

এই শয়তান দের হয় না মৃত্যু

            রক্তবীজের বংশ সম পলকে জন্মায় ,

              তাই আজও নারী বড় অসহায় 

     তুমি আজ  চির নিদ্রায়  –

         আমরা সবাই অবনত করি শির--

তোমার স্মৃতিতে , শ্রদ্ধায় ,ভালোবাসায় ।

  কান পেতে শোনো ওগো মেয়ে --

     তুমি এই ভারতেরই সন্তান

         তবু তুমি শত গুনে শ্রেষ্ঠা

 সীতা আর  দ্রৌপদীর  চেয়ে ,,

     লোভী পুরুষের স্পর্শ  গায়ে মেখে 

          বেঁচে থাকার অপমান,

          সইতে হয়নি তোমাকে ।

     তুমি  ধরিত্রী র বক্ষে ঘুমাও ,যদি পারো

     আমাদের ক্ষমা ভিক্ষা দিয়ে যাও ।

        

                           --------//--------