Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

বৃষ্টি ও ঠান্ডায় কাবু কলকাতা

সোমনাথ মুখোপাধ্যায়  ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির প্রভাব ও ঠান্ডার আমেজে জবুথবু শহর কলকাতা। রসিক বাঙালি একে বলছেন 'ডবল এফেক্ট'। বৃষ্টির সঙ্গী ছাতার পাশাপাশি বেরিয়ে পড়েছে সোয়েটার, জ্যাকেট, টুপি। তবে রবিবার ছুটির দিন ঘরে…



সোমনাথ মুখোপাধ্যায়  

ডিসেম্বরের প্রথম সপ্তাহে বৃষ্টির প্রভাব ও ঠান্ডার আমেজে জবুথবু শহর কলকাতা। রসিক বাঙালি একে বলছেন 'ডবল এফেক্ট'। বৃষ্টির সঙ্গী ছাতার পাশাপাশি বেরিয়ে পড়েছে সোয়েটার, জ্যাকেট, টুপি। তবে রবিবার ছুটির দিন ঘরে কাটালেও সোমবার সপ্তাহের প্রথম কাজের দিনে রাস্তায় নেমে অসুবিধার সম্মুখীন হচ্ছেন সাধারণ মানুষ। বৃষ্টি মাথায় নিয়েই রাস্তায় প্যাচপেচে কাদা, কোথাও বা জমা জলের কারণে দুর্ভোগের শিকার হতে হচ্ছে শহরবাসীকে। যানবাহন চলছে কিছুটা কম। চলছে মেট্রো। বেলা বাড়লে বৃষ্টি কিছুটা কমতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে জানা গিয়েছে। হতে পারে হালকা ঝিরঝিরে বৃষ্টি। তবে মঙ্গলবার থেকে অবস্থার উন্নতি হবে বলে জানিয়েছে আলিপুর আবহাওয়া দপ্তর। 


ঘূর্ণিঝড় জাওয়াদ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে। ফলে শনিবার সকাল থেকে মেঘলা আকাশ দেখেছে কলকাতার মানুষ। বেলা বাড়তে শুরু হয় বৃষ্টি। গোটা গাঙ্গেয় পশ্চিমবঙ্গেই শুরু হয়েছে বৃষ্টি। কোথাও হালকা থেকে মাঝারি অথবা ভারী বৃষ্টির চলছে শহর থেকে জেলা সব জায়গাতেই। শীতের শুরুতে ধুন্ধুমার ব্যাটিংয়ের হাত ধরে নেমেছে তাপমাত্রা। আবহাওয়া দপ্তরের বক্তব্য অনুযায়ী প্রায় চার ডিগ্রি নেমে গিয়েছে তাপমাত্রা। ফলে মালুম হচ্ছে শীত। দুই চব্বিশ পরগনা, দুই মেদিনীপুর, হাওড়া, হুগলি প্রভৃতি দক্ষিণবঙ্গের জেলাগুলি জুড়ে বৃষ্টি

বৃষ্টি হচ্ছে। শহর কলকাতার উত্তর থেকে দক্ষিণ জলছবি মোটামুটি সব প্রায় একই। কলকাতা পুর নিগম সূত্রে জানা গিয়েছে, সাধারণত জল জমার প্রবণতা রয়েছে যে অঞ্চলগুলিতে সেগুলিতেই অল্পবিস্তর জল জমেছে। উত্তর কলকাতার বিটি রোডের একাংশে জল জমেছে। জল জমেছে বরাহনগরের টবিন রোড এলাকায়। এছাড়াও জল জমেছে বিবেকানন্দ রোড, মুক্তারাম বাবু স্ট্রিট, আমহার্স্ট স্ট্রিক্ট প্রভৃতি এলাকায়। দক্ষিণ কলকাতার মিন্টো পার্কের লোয়ার রডন স্ট্রিট, ভবানীপুরের একাংশ, শরৎ বোস রোড, কালীঘাট, সাদার্ণ এভিনিউ, টালিগঞ্জ প্রভৃতি এলাকার অলিগলিতে কমবেশি গোড়ালি ডোবা জল দাঁড়িয়ে গিয়েছে। বাধ্য হয়ে জমা জল পেরিয়েই প্রয়োজনীয় কাজ সারতে বেরিয়েছেন মানুষ। তবে জল জমার আশঙ্কার কথা মাথায় রেখে আগেভাগেই বিভিন্ন এলাকায় পাম্প বসিয়ে রেখেছে কলকাতা পুর নিগম। সেগুলি কাজ করছে। 

তবে সুখবর শুনিয়েছে আবহাওয়া দপ্তর। বৃষ্টির জন্য শীতের আমেজ পাওয়া গেলেও তা শীত নয়। সপ্তাহের শেষে শনিবার থেকে শীত পড়তে শুরু করবে। 


সামনেই ১৯ তারিখ কলকাতায় পুর নির্বাচন। শীতের আমেজ গায়ে মেখেই তাঁদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগ করতে চলেছেন শহরবাসী।