Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মায়ের আশীর্বাদ নিয়ে কলকাতা করপোরেশনের ভোট সরগরম

মায়ের আশীর্বাদ ।সত্যি সত্যি তো মায়ের আশীর্বাদ নিয়ে ধন্য অনেকে।না সেই আশীর্বাদ নয়।এই আশীর্বাদ কলকাতা পুরভোটে 21 নং ওয়ার্ডের কো অডিনেটরের।শুনতে অবাক লাগলেও বাস্তব হলো তাই।আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য এতদিন মমতার সরকার এগ…

 


তরুণ চট্টোপাধ্যায়
মায়ের আশীর্বাদ ।সত্যি সত্যি তো মায়ের আশীর্বাদ নিয়ে ধন্য অনেকে।না সেই আশীর্বাদ নয়।এই আশীর্বাদ কলকাতা পুরভোটে 21 নং ওয়ার্ডের কো অডিনেটরের।

শুনতে অবাক লাগলেও বাস্তব হলো তাই।আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের জন্য এতদিন মমতার সরকার এগিয়ে এসেছিলেন ।এখন আর সরকারের ওপর ভরসা না করেই 21 নং এর কোঅডিনেটর প্রকাশ্য সভায় বলে দিলেন এখন থেকে সাহায্য দেবে 21 নং এর তৃনমূল কংগ্রেস ।

কদিন আগেই স্ট্যাটেজি মিটিং এ তৃনমূল দলের সর্ব ভারতীয় সভাপতি অভিষেক বন্দোপাধ্যায় ঘোষনা করেছিলেন দলের উর্ধে কেউ নয়।দলবিরোধী কাজ করলে কেউ ছাড় পাবে না।কিন্তু এই মায়ের আশীর্বাদ প্রকল্পের ঘোষনা করে তিনি কি দল বিরোধী কাজ করলেন না।

বিরোধী দের প্রশ্ন এত টাকা কি নিজের পকেট থেকে দেবেন।নিশ্চয় নয়।আর তা দিলেও সে টাকার উৎস কি জানাতে হবে মানুষ কে।

কিন্তু দান খয়রাতি সরকার দিলে একরকম ।আর ব্যক্তিগত ভাবে এই দান ই বা কেন দেওয়া হবে।এটি কি নির্বাচন বিধি লঙ্ঘন নয়।

যেন তেন প্রকারে জয় চাই।এই কথা জানেন সেই কোয়াডিনেটর।আর জয় এলে যে পয়সার অভাব হবে না।

লক্ষীর ভান্ডার প্রকল্পের স্কেচ এঁকেছিলেন স্বয়ং মুখ্যমন্ত্রী মমতা বন্দোপাধ্যায় ।তবে কি সেই ধাঁচেই তিনি নিয়ে এলেন মায়ের আশীর্বাদ ।

মায়ের আশীর্বাদ নিয়ে এখন বাজার গরম।পুর ভোট যতই এগিয়ে আসছে চলছে নানা বাকবিতণ্ডা ।সেই যুদ্ধে মায়ের আশীর্বাদ প্রকল্পের ঘোষনা বিরোধীদের হাতে নতূন অস্ত্র কি তুলে দিল না?

বিরোধীদের যে সমালোচনা ই থাক না কেন তৃনমূল দল কি বলে সেটিই দেখার।

মায়ের আশীর্বাদ নিয়ে অনেকেই ভোট লড়েন।কিন্তু 21 নং ওয়ার্ড সব কিছু কে পিছনে ফেলে মায়ের আশীর্বাদ কে সামনে রেখে টাকার থলি দেখিয়ে দিলেন পুরবাসীকে।

আর্থিক দিক থেকে পিছিয়ে পড়া মানুষের কাছে মায়ের আশীর্বাদ কেমন সাড়া জাগায় তা কিন্তু দেখবার ।

কলকাতা করপোরেশনের ভোট যত এগিয়ে আসছে ততই নানা রঙ্গ চলছে।

দলের নির্দেশ মমতা বন্দোপাধ্যায়ের উন্নয়ন মূলক কর্ম কান্ড কে মানুষের সামনে তুলে ধরতে হবে।আর তাই দেখিয়েই চাইতে হবে ভোট।

তিনি তা দেখালেন কি।প্রশ্ন এখানেই।

তবে কি আবারও সেই কাটমানি গল্প ।

মায়ের আশীর্বাদের টাকা ছড়িয়ে ছিটিয়ে দিতে চাইছেন।

গন্ধ ভাসছে 21 নং ওয়ার্ড জুড়েই।

সকলের নজর আর কি কি প্রকল্পের গন্ধ উঠে আসে বিভিন্ন ওয়ার্ড থেকে।

তবে যাই আসুক মায়ের আশীর্বাদ যে খুবই নজর কেড়েছে তা বলার অপেক্ষা রাখে না।


তরুণ চট্টোপাধ্যায় ।