Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর সমন্বয় সংস্থার কর্মকর্তা নির্বাচন

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা নির্বাচন হলো রবিবার। বিগত ১২ই ডিসেম্বর কলকাতার বীরেন্দ্র মঞ্চে অখণ্ড মেদিনীপুর জেলার  ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দশম বার্ষিক সা…

     


    

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... মেদিনীপুর সমন্বয় সংস্থার কেন্দ্রীয় কমিটির কর্মকর্তা নির্বাচন হলো রবিবার। বিগত ১২ই ডিসেম্বর কলকাতার বীরেন্দ্র মঞ্চে অখণ্ড মেদিনীপুর জেলার  ঐতিহ্যবাহী সংগঠন মেদিনীপুর সমন্বয় সংস্থার দশম বার্ষিক সাধারণ সভাতে  ২০ জনের উপদেষ্টামণ্ডলী , ৫৫ জনের কেন্দ্রীয় কমিটি ও ২৫ জনের আমন্ত্রিত সদস্য নির্বাচিত হয়েছিলেন l 

      ২৬শে ডিসেম্বর রবিবার কলকাতার মেদিনীপুর ভবনে আয়োজিত প্রথম সভায় ২০২১ - ২০২৩ দুই বছরের জন্যে  অফিস বেয়ারার মনোনীত  করা হয় l প্রেসিডিয়ামের পক্ষে সংস্থার প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক অধ্যাপক প্রণবেশ জানা  অফিস বেয়ারারদের নাম প্রস্তাব করেন।

সভাপতি হিসেবে অরূপরতন পট্টনায়েক , কার্যকরী সভাপতি হিসেবে বিমল কুমার জানা ও সাধারণ সম্পাদক  হিসেবে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক  রতিকান্ত মালাকার সর্বসম্মতিক্রমে মনোনীত হন l এছাড়াও অধ্যাপক ড. অজিত কুমার ঘোষ , গৌরীশঙ্কর মাইতি , মধুসুধন জানা , শুভেন্দু রায় , অ্যাডভোকেট  জয়ন্ত দাস , সত্যরঞ্জন বেরা , ডা. চিত্তরঞ্জন কুন্ডু  সহসভাপতি এবং অধ্যক্ষা শিখা মাইতি , রাজকুমার মাইতি , নয়ন কুমার মাইতি , অমিত কুমার সাহু , রাধাশ্যাম দাস , অসিত সরকার , ছবিলাল পাল ,  শিউ মাইতি  যুগ্ম সম্পাদক ও অশোক মল্লিক কোষাধ্যক্ষ , গৌতম কুমার জানা সহ- কোষাধ্যক্ষ , অ্যাডভোকেট কার্তিক রায় লিগ্যাল অ্যাডভাইসর রূপে সর্বসম্মতিক্রমে মনোনীত হন l

     সবশেষে  প্রেসিডিয়ামের পক্ষে বিদায়ী সভাপতি ড۔ নিতাই চন্দ্র মণ্ডল  সবাইকে ধন্যবাদ জানিয়ে  সভার  সমাপ্তি ঘোষণা করেন।