Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

৯৮ নম্বর ওয়ার্ডে পানীয় জলের সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী

সোমনাথ মুখোপাধ্যায়  
কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা পরিশ্রুত পানীয় জল। কলকাতা পুর নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার এলাকায় জনসংযোগে বেরিয়ে, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথাই বললেন এলাকাবাসী। এছাড়াও উ…

 


সোমনাথ মুখোপাধ্যায়  


কলকাতার ৯৮ নম্বর ওয়ার্ডের প্রধান সমস্যা পরিশ্রুত পানীয় জল। কলকাতা পুর নির্বাচন উপলক্ষে বৃহস্পতিবার এলাকায় জনসংযোগে বেরিয়ে, তৃণমূল কংগ্রেস প্রার্থীকে সামনে পেয়ে পানীয় জলের সমস্যার কথাই বললেন এলাকাবাসী। এছাড়াও উঠে এল এলাকার জঞ্জাল সাফাই, রাস্তার আলোর অভাব প্রভৃতি নাগরিক ইস্যু। নির্বাচনে জিতলে সমস্যার সমাধান করার প্রতিশ্রুতি দিলেন টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত ৯৮ নম্বর ওয়ার্ডের তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। প্রার্থী পরিক্রমা ঘিরে অঞ্চলের মানুষের সাড়া ছিল চোখে পড়ার মতো। দলীয় পতাকা, কর্মী সমর্থক সহ বৃহস্পতিবার নাকতলার খানপুর রোড, শহিদ নগর কলোনি প্রভৃতি অঞ্চলের অলিতে গলিতে ঘুরলেন অরূপ। ভোট চাইলেন। তাঁর সঙ্গে পা মেলালেন অরূপ চৌধুরী, পলাশ ঘোষ প্রমুখ স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

যাদবপুর লোকসভার অন্তর্গত টালিগঞ্জের ৯৮ নম্বর ওয়ার্ড বরাবর লাল দূর্গ বলে পরিচিত। পরিবর্তনের হাওয়াতেও নিজেদের গড় রক্ষা করেছে সিপিআইএম। দুবারের বিজয়ী বিদায়ী সিপিআইএম কাউন্সিলর মৃত্যুঞ্জয় চক্রবর্তীর ভাবমূর্তি মোটের ওপর ভালো। তবে সদ্য সমাপ্ত বিধানসভা নির্বাচনে এই ওয়ার্ডে ভোট প্রাপ্তির হিসাবে এগিয়ে আছে তৃণমূল কংগ্রেস। ফলে জেতার বিষয়ে তৃণমূল কর্মী সমর্থকেরা যথেষ্ট আশাবাদী।

নির্বাচনে একেবারেই আনকোরা নন অরূপ চক্রবর্তী। তিনি ১১০ নম্বর ওয়ার্ডের বিদায়ী কাউন্সিলর। কাজের মানুষ হিসাবে এলাকায় যথেষ্ট সুনাম আছে তাঁর। ওয়ার্ডটি তফশিলি জাতি সংরক্ষিত হয়ে যাওয়ায় ৯৮ থেকে এবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করবেন তিনি। জেতার বিষয়ে যথেষ্ট আশাবাদী অরূপ। 

১৯ তারিখ কলকাতায় পুর নির্বাচন। নির্বাচনে কে জিতবেন তা ঠিক করবেন এলাকার বাসিন্দারা। তবে রাজনৈতিক মহলের মতে এবার এই ওয়ার্ডে সিপিআইএমের প্রেস্টিজ ফাইট। ফলে লড়াই হবে হাড্ডাহাড্ডি। সিপিআইএম তাদের গড় রক্ষা করতে পারবে নাকি এবার ৯৮তে জোড়া ফুল ফুটবে সেটাই এখন দেখার।