Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুক শহরে বিজেপির ভাঙ্গন অব্যাহত

নিজস্ব সংবাদদাতা তমলুক: সারা রাজ্যের পাশাপাশি ময়নার পর তমলুক শহরের বিজেপির ভাঙ্গন অব্যাহত। বৃহস্পতিবার বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক শহরের বিজেপির একাধিক নেতৃত্ব সহ প্রায় ২৫ জন কর্মী-সমর্থক। তমলুকের সাংগঠনিক জেলা …

 




নিজস্ব সংবাদদাতা তমলুক: সারা রাজ্যের পাশাপাশি ময়নার পর তমলুক শহরের বিজেপির ভাঙ্গন অব্যাহত। বৃহস্পতিবার বিকেলে বিজেপি ছেড়ে তৃণমূলে যোগ দিলেন তমলুক শহরের বিজেপির একাধিক নেতৃত্ব সহ প্রায় ২৫ জন কর্মী-সমর্থক। তমলুকের সাংগঠনিক জেলা কার্যালয়ে তাদের হাতে দলীয় পতাকা তুলে দেন রাজ্যের সেচ মন্ত্রী সৌমেন কুমার মহাপাত্র। মন্ত্রী ছাড়াও এ দিনেই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন তৃণমূলে সাংগঠনিক জেলা সভাপতি দেবব্রত মন্ডল, 

তাদের সকলের উপস্থিতিতেই এদিন ফের তৃণমূল কংগ্রেসে যোগদান করেন বিজেপি তমলুক নগর মন্ডলের নেতৃত্ব পেশায় আইনজীবী বিশ্বনাথ মহাপাত্র, সাগ্নিক দাস অধিকারী, বিজেপির তমলুক নগর মন্ডলের সাধারণ সম্পাদক সৌমেন চক্রবর্তী, শেখর ঘোষ, শুভম জানা, যুধিষ্ঠির মাইতি সহ শহরের প্রায় ২৫ জন অন্যতম বিজেপির নেতৃত্ব স্থানীয় নেতা-কর্মী সমর্থক। 

মন্ত্রী বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় ছাড়া ভারতবর্ষের রাজনীতিতে অভিমুখ হওয়ার কেউ নেই। সেটা মানুষ আজ বুঝতে পেরেছেন। বিগত লোকসভাতেই তার প্রমান হয়ে গিয়েছে। ইতিমধ্যেই রাজ্যজুড়ে উন্নয়নের ডালি সাজিয়ে তিনি যে একজন আদর্শ মুখ্যমন্ত্রী হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছেন। তাইতো মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের রাজ্যকে মডেল হিসেবে অন্যান্য রাজ্যতে চেয়েছেন। 


এই উন্নয়নের যুদ্ধে শামিল হতে তমলুক সাংগঠনিক জেলার তমলুক পৌরসভার ভারতীয় জনতা পার্টির বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা তারা বীতশ্রদ্ধ হয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের আদর্শ সততা রাজনীতি তারুণ্যের উপরে আস্থা রেখে তারা আজকে আমাদের দলে অর্থাৎ সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসে যোগদান করলেন। সংগঠনসহ সমস্ত কাজে উন্নয়নের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার অঙ্গীকার করেছেন। সাংগঠনিক জেলার পক্ষ থেকে অনুমোদন সাপেক্ষে তাদের সবাইকে আমরা স্বাগত জানাচ্ছি। 

এদিকে বিজেপি থেকে ফের তৃণমূলের যোগদানকারীদের মধ্যে তৃণমূলের প্রাক্তন শহর সভাপতি বিশ্বনাথ মহাপাত্র বলেন, পথ ভুলে চলে গিয়েছিলাম আবার কাজে যোগ দিয়েছি নতুন করে। পুরোদমে কাজ করব। যদিও এ সম্পর্কে বিজেপির তমলুক সাংগঠনিক জেলা সভাপতির নবারন নায়েকের দাবি, এতে বিজেপির কোন ক্ষতি হবে না। এ জেলা শুভেন্দু অধিকারীর জেলা। যারা গেছেন তারা বিজেপির তেমন কোন পদে লোক নয়। বিজেপি কর্মী, কার্যকর্তাদের দল। তাই কে গেল, কে এল তাতে কিছু যায় আসে না। এতে বিজেপির কোন ক্ষতি হবে না। কর্মী থাকলে আবার নেতা তৈরি করে নেবে বিজেপি।