Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সংক্রমণ ঠেকাতে বিশেষ ব্যবস্থা ভোটে

দেবাঞ্জন দাসএকেই করোনাভাইরাস তার মধ্যেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পর দেখা দিয়েছিল সংক্রমণ গ্রাফ বেশ কিছুটা উপরের দিকে উঠেছিল রাজ্যে। বছরের শেষে কলকাতা পৌরসভা নির্বাচন, কিন্তু করোনার মহামারীর রেশ এখনো রয়ে গেছে। তাই কল…

 


দেবাঞ্জন দাস

একেই করোনাভাইরাস তার মধ্যেই বিধানসভা নির্বাচন এবং সেই নির্বাচনের পর দেখা দিয়েছিল সংক্রমণ গ্রাফ বেশ কিছুটা উপরের দিকে উঠেছিল রাজ্যে। বছরের শেষে কলকাতা পৌরসভা নির্বাচন, কিন্তু করোনার মহামারীর রেশ এখনো রয়ে গেছে। 

তাই কলকাতা পৌরসভা নির্বাচনে যাতে কোন রকম ভাবেই কোভিড বিধিতে ফাক না থেকে যায় তার জন্য বিশেষ ব্যবস্থা নিচ্ছে নির্বাচন কমিশন।

জানা গেছে 

ভোটারদের শারীরিক তাপমাত্রা মাপার জন্য থাকছে থার্মাল গান। 

প্রত্যেক পোলিং অফিসার অর্থাৎ ভোট কর্মীকে দেয়া হয়েছে কোভিড হেলথ কিট।

ভোটের সঙ্গে যুক্ত সমস্ত জায়গা থাকছে স্যানিটাইজেশন এর ব্যবস্থা।

সাড়ে ৭ লাখেরও বেশি মাস্ক , ৪৪ লক্ষের বেশি হ্যান্ড গ্লাভস, ৩০ হাজারের বেশি থাকছে ফেস শিল্ড। 

ভোট দিয়ে হ্যান্ড গ্লাভস ফেলার জন্য থাকছে ডাস্টবিন, এছাড়া থাকছে হ্যান্ড স্যানিটাইজার এর ব্যবস্থা।

৩৫৭৫ জন  আশা কর্মী নিযুক্ত থাকছেন বলে জানা গেছে।