Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

তমলুকে পালিত বিশ্ব এইডস দিবস

পূর্ব  মেদিনীপুর  জেলা  প্রশাসনের  উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালন

তমলুকঃ ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় | এইডস সম্পর্কিত সচেতনতা ছড়াতে ও এইচ.আই.ভি. সম্পর্কে জনসাধারনকে শিক্ষিত করে তুলতে এই দিবসটি উদযা…

 



পূর্ব  মেদিনীপুর  জেলা  প্রশাসনের  উদ্যোগে বিশ্ব এইডস দিবস পালন

তমলুকঃ ১৯৮৮ সাল থেকে প্রতি বছর ১ লা ডিসেম্বর বিশ্ব এইডস দিবস পালিত হয় | এইডস সম্পর্কিত সচেতনতা ছড়াতে ও এইচ.আই.ভি. সম্পর্কে জনসাধারনকে শিক্ষিত করে তুলতে এই দিবসটি উদযাপন করা হয় | অর্জিত ইমিউনোডেফিসিয়েন্সি সিন্ড্রম (এইডস) ও সর্বজনীন স্বাস্থ্য কভারেজ এই দুইয়ের মধ্যে সমতা বিধানে এই দিবসের যথেষ্ট গুরুত্ব রয়েছে| এ বছর বিশ্ব এইডস দিবসের বার্তা হল ‘স্বাস্থ্যের অধিকার’ | বুধবার পশ্চিমবঙ্গ এডস পতিরোধ ও নিয়ন্ত্রণ সংস্থা ও পরিবার কল্যাণ দপ্তরের পক্ষ থেকে তমলুকের রাখাল মেমোরিয়াল  ফুটবল ময়দানে বিশ্ব এডস দিবস উদযাপন করা হয়।

 অনুষ্ঠানে  উপস্থিত ছিলেন পূর্ব মেদিনীপুর জেলার মুখ্যস্বাস্থ্য আধিকারিক বিভাস রায়, তাম্রলিপ্ত পৌরসভার মুখ্য প্রশাসক দীপেন্দ্র নারায়ন রায় সহ জেলার স্বাস্থ্য আধিকারিকরা। এলাকার পড়ুয়া এবং সাধারন মানুষকে সাথে নিয়ে একটি সচেতনা মিছিল বের করা হয়।