Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য সৃজনবিভাগ:-কবিতাশিরোনাম:- সুখের নীড়কলমে:- শিবানী চ্যাটার্জ্জীতারিখ:-৭/১২/২০২১
দিকভ্রান্ত এক পাখি হারিয়ে ফেলেছে তার বাসা,মরিয়া হয়ে খুঁজে বেড়ায় যেন নেই মুখের ভাষা।চলেছে খুঁজে নীল আকাশ জুড়ে শুধু নিজের ঘর,মনের অগ…

 


সৃষ্টি সাহিত্য সৃজন

বিভাগ:-কবিতা

শিরোনাম:- সুখের নীড়

কলমে:- শিবানী চ্যাটার্জ্জী

তারিখ:-৭/১২/২০২১


দিকভ্রান্ত এক পাখি হারিয়ে ফেলেছে তার বাসা,

মরিয়া হয়ে খুঁজে বেড়ায় যেন নেই মুখের ভাষা।

চলেছে খুঁজে নীল আকাশ জুড়ে শুধু নিজের ঘর,

মনের অগোচরে হারিয়ে গিয়ে যে সবাই এখন পর।


সুখ দুঃখকে সঙ্গে নিয়ে ভেসে বিদেশে যেন পাড়ি,

তাইতো পাখি সঙ্গোপনে সবাইকে করেছে আড়ি।

সুখ দুঃখের গল্পগাঁথা কার কাছে উজাড় করে,

সেই চিন্তায় দিকভ্রান্ত হয়ে শুধুই যে অশ্রু ঝরে ।


ওদেরও যে মনে প্রাণে দুঃখ জ্বালা সবই আছে, দিকভ্রান্ত পাখির আজ যেন প্রিয়জন নেই কাছে।

মনের মাঝে সব হারিয়ে সবকিছু হয়েছে ভার,

খুঁজে পেতে চায় দিকভ্রান্ত হয়ে সুখের মণিহার।


ডানা মেলে আজ গগনচুম্বী নিজের মতো করে,

ভাসছে যেন নতুন করে সে বাঁচার আশার তরে।

খুঁজে পেতে চায় আবার সেই হারানো সুখের নীড়,

সুখ দুঃখে নকশীকাঁথার গল্পে যেখানে ছিল ভীড়।


পৃথিবীটা এক আজব দুনিয়া ভাবছে শুধু পাখি,

দিকশূন্য গগনপারে গিয়ে প্রেমের আবেশ মাখি।

নীলাকাশ আর সাগর যেখানে মিশেছে একসাথে,

ইচ্ছে ডানা মেলে যেতে চাই সেখানেই দিনে রাতে।


হাজার রকম কল্পনা নিয়ে আকাশে বাতাসে ঘুরে,

পাহাড়,নদী,আলো,বাতাস সাক্ষী যে হৃদয় জুড়ে।

খুঁজে পাবে তার প্রিয়কে জীবনে নিয়ে এটুকু আশা, পথের সন্ধানে পাবে ঠিক সুখের নীড়ের প্রিয় ভাষা।