Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনপদ্য কবিতাচাষীর বাড়ির খুশিহাসানুজ্জামান হাসানস্বরবৃত্ত ছন্দে--৪+৪/৪+২তারিখ-০৮/১২/২০২১
হেমন্তের এই আমন ধানেভরে ওঠে গোলা,নববধূ খুশির চোটেঘোমটা রাখে খোলা!
ভাসুরেরা সবাই হাসেশব্দ রেখে চেপে,আড় চোখেতে তাকায় তখনশাশুড…

 


সৃষ্টি সাহিত্য যাপন

পদ্য কবিতা

চাষীর বাড়ির খুশি

হাসানুজ্জামান হাসান

স্বরবৃত্ত ছন্দে--৪+৪/৪+২

তারিখ-০৮/১২/২০২১


হেমন্তের এই আমন ধানে

ভরে ওঠে গোলা,

নববধূ খুশির চোটে

ঘোমটা রাখে খোলা!


ভাসুরেরা সবাই হাসে

শব্দ রেখে চেপে,

আড় চোখেতে তাকায় তখন

শাশুড়ি মা খেপে।


নতুন ধানের সৌরভ ছড়ায়

খুশিতে সব ভোলে,

সবাই মিলে সাজায় গাদা

বধূ আঁটি তোলে।


এই গোধূলি বেলায় সবে

নামে পুকুর ঘাটে,

সোনালী ধান যে তুলেছে

সারাদিন ঐ মাঠে।


খুশির জোয়ার চাষীর ঘরে

হেমন্তের এই দিনে,

সারাবছর মজুত হলো

আনবে পোশাক কিনে।


সোনালী ধান উঠলে ঘরে

খুশির জোয়ার খেলে,

বধূর সাজে মায়ে ঝিয়ে

সুখের ডানা মেলে।