Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা- অপেক্ষায়********************মন ভালো নেই ছুটে যাওয়ার                   ইচ্ছে হঠাৎ থেমে গেলো। বাস্তবের আঙিনায় ভাবনা গুলো                হারালো সংসারের যাঁতা কলে।  প্রতিক্ষায় থাকা মনের মাঝে                 …

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা- অপেক্ষায়

********************

মন ভালো নেই ছুটে যাওয়ার 

                  ইচ্ছে হঠাৎ থেমে গেলো। 

বাস্তবের আঙিনায় ভাবনা গুলো 

               হারালো সংসারের যাঁতা কলে।

  প্রতিক্ষায় থাকা মনের মাঝে 

                  নেমে এলো বিষন্নতা একরাশ।

ভাবনারা এলোমেলো বন্ধ ঘরে 

                    আমি একা আবার অপেক্ষা। 

  মন ভালো নেই সংসার মাঝে 

            হটাৎ আগমন এক মুঠো সুখ নিয়ে। 

যত্নশীল ভীষন জীবনের সৌন্দর্য  

                  এনে দিলে নিজের মতো ভেবে।

আমার এখন বসন্ত বেলা ভাবি অন্যমনে হে সুন্দর,

                  তোমার বর্ননায় আমি সুন্দর 

                 ডাক দিলে মনের দুয়ারে। 

             এক অদ্ভুত আকর্ষন ছিন্ন মনের 

                 সব বাঁধন ধরা দিয়েছি সুখে।

             ছন্দ আমার ছিলো কিনা জানিনা, 

                    সংসার নিয়ে ব্যস্ত ছিলাম,

যত্ন করে বুঝিয়ে দিলে আমি সৃষ্টির রূপ আপন করে। 

 সুক্ষ অনুভূতি গুলো বুঝিয়ে দিলে পরম যত্নে,

               ভীষন উদাসীন ছিলাম এখন 

         ভাবতে পারি কিছুটা তোমার জন্য।

ভেবেছিলাম দেখা হবে অনেক দিন বাদে 

          মনের কোনে ছিলো সুপ্ত উচ্ছাস। 

 বিধাতার মনে হয়তো অন্য কিছু ছিলো দেখা হলোনা 

বিষন্নতা মনের মাঝে এখন আবার একা অপেক্ষায়।

         খুশী হোই তোমার দেওয়া নাম ধরে যখন        ডাকো অবাক নয়নে দেখি সরলতা চোখে।

 ভীষন সহজ ভাবে বলে দাও ভাবনা গুলো 

বুঝি হয়তো  তবু সমাজ নির্ধারন করে দেয় পথ।

                   বিষন্নতা গ্রাস করেছে 

তবু থাকবো অপেক্ষায় আজীবন তুমি আসবে বলে।


   জয়ীতা মিত্র

২৮/১১/২০২১