Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

****************মায়ের সন্তান***************                                                       রমা মহান্তীতারিখ-01/12/2021
চলার পথে প্ল্যাটফর্মে নিত্য দেখা তার সাথে,যেন আমার চোখকে ধরা দেবে বলেই তার উপস্থিতি|
যেদিন তার দেখা পাই ন…

 


****************মায়ের সন্তান***************

                                                       রমা মহান্তী

তারিখ-01/12/2021


চলার পথে প্ল্যাটফর্মে নিত্য দেখা তার সাথে,যেন আমার 

চোখকে ধরা দেবে বলেই তার উপস্থিতি|


যেদিন তার দেখা পাই না মনটা অজান্তে তাকেই খুঁজে

বেড়ায়,তোমরা হয়তো ভাবছো অন্য কথা|


না তেমন কেউকেটা সে নয়,সবাই তাকে পাগলী বলেই

চেনে,একটু ভালো ভাষায় যাকে আমরা বলি মানসিক ভারসাম্যহীন।


দোকানিদের থেকে আদায় করা যৎসামান্য আহারে তার

রাতদিন কাটে প্ল্যাটফর্মের বুকেই,তাকে ঘিরে চলে সর্বদা হাসি, ঠাট্টা,বিদ্রুপ।


মাথায় একরাশ রুক্ষ শুষ্ক এলোমেলো চুল,পরনে একটুকরো শতচ্ছিন্ন ময়লা কাপড় যা তার দেহটাকে

পুরোপুরি ঢাকা দিতে পারেনি|


অনাবৃত তার যৌনাঙ্গ,কাপড়ের টুকরোর ফাঁক দিয়ে দেখা যায় তার ঝুলে পরা স্তনযুগল|


সভ্য সমাজের নাগরিক বলে পরিচিত কিছু মানুষ 

প্রতিদিন মোবাইলে ধরে রাখার চেষ্টা করে তার বিভিন্ন ভঙ্গিমার অনাবৃত শরীর।


কোন কোন সুস্থ মস্তিকের বিকৃত মানুষরা চলার পথে

চোখের ক্যামেরায় আষ্টেপৃষ্টে বন্দী করে রাখে তার উন্মুক্ত শরীর।


আধুনিক রুচি সম্পন্ন কিছু শিক্ষিত নারী দামি পোশাকের

মোড়কে স্বেচ্ছায় নিজেদের দেহের কিছু অংশ অনাবৃত 

রেখে নানা কটুক্তি করে তার পাশ কাটিয়ে চলে যায়|


এরপর বেশ কয়েক মাস আর তার দেখা পাওয়া গেল না,

না কোন খানেই সে নেই,মন থেকেও আস্তে আস্তে সে দূরে সরে গেল।


হঠাৎ একদিন প্ল্যাটফর্মে ভিড়ের মধ্যে থেকে শুনতে

পেলাম একটি শিশুর কান্না,এগিয়ে গিয়ে দেখি হ্যাঁ সে ফিরে এসেছে আবার।


তার কোলে ফুটফুটে একটি নবজাতক,পরম মমতায় সে 

শিশুটিকে বুকে জড়িয়ে ধরে স্তন্যপান করাচ্ছে|


কোথা থেকে এল এই শিশুটি?এতদিন ওই বা কোথায়  

ছিল সারাদিন নানা প্রশ্ন মনে উঁকি দিতে লাগল,তবে কি

কেউ জোর করে................তাই এত মাস তার

অনুপস্থিতি|


পথ শিশুর তালিকায় আবার একটা সংখ্যা যোগ হল,

মায়ের মমতা ছাড়া সে আর কি বা দিতে পারবে 

শিশুটিকে|


আর সভ্য সমাজ, তার কোন দায়বদ্ধতা নেই?চলার পথে

আরো নানা প্ল্যাটফর্মে চোখ রাখলে দেখতে পাওয়া যাবে এদের।


বিকৃত মস্তিষ্ক এরা,না আমাদের সভ্য শিক্ষিত সমাজের 

কিছু মানুষজন?যাদের বিকৃত রুচির শিকার এরা|