Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনদৈনিক কবিতাদানব মানুষ কলমে আবীর চ্যাটার্জী01.12.21
 এই মেয়ে তুই কোথায় যাবি মুখটা ভীষণ শুকোনো তোর সারাদিন কিছু খাস নি বুঝি আমার কাছে লজ্জা কি তোর
 চিনতে আমায় পেরেছিস কি পাশের বাড়ির কাকু আমি লজ্জা কিসের মন খুলে…

 


সৃষ্টি সাহিত্য যাপন

দৈনিক কবিতা

দানব মানুষ

 কলমে আবীর চ্যাটার্জী

01.12.21


 এই মেয়ে তুই কোথায় যাবি

 মুখটা ভীষণ শুকোনো তোর

 সারাদিন কিছু খাস নি বুঝি

 আমার কাছে লজ্জা কি তোর


 চিনতে আমায় পেরেছিস কি

 পাশের বাড়ির কাকু আমি

 লজ্জা কিসের মন খুলে বল

 সব খাওয়াবো মন খুলে


 লাজুক মুখে সরল মেয়ে

 চিনতে তাকে পারল না

 চেহারার পেছনে আসল চেহারা

 সরল মেয়েটি বুঝলোনা


 চলে গেল হাতটি ধরে

 পেটের ক্ষিদে সঙ্গী করে

 খাবার পাবে এই সান্তনা

 কাকুর  মনে  লোভের বাসনা


 চেহারার পেছনে আসল চেহারা

 বেরিয়ে পরল অন্ধকারে

 কচি মেয়েটির মুখটি চেপে

 কামনা-বাসনা খেল লুটেপুটে


 দোষটি কি ছোট্ট মেয়েটির

 পেটের ক্ষিদে কাল হলো

 চেহারার পেছনে আসল চেহারা

 এক নিমেষে বেরিয়ে পরলো.