Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনবিভাগ -- গদ্যকবিতাবিষয়-- উন্মুক্ত শিরোনাম -- হৃদয়ের কয়েদখানায়কলমে -- সুদেষ্ণা বোস তারিখ -- ২৯/১১/২০২১
মন চুরির অপরাধে নির্দ্বিধায় বন্দী হতে চাই তোমার হৃদয় পিঞ্জরের কয়েদখানায়,পরাও অলিন্দ নিলয়ের শিরা উপশিরার হাত…

 


সৃষ্টি সাহিত্য যাপন

বিভাগ -- গদ্যকবিতা

বিষয়-- উন্মুক্ত 

শিরোনাম -- হৃদয়ের কয়েদখানায়

কলমে -- সুদেষ্ণা বোস 

তারিখ -- ২৯/১১/২০২১


মন চুরির অপরাধে নির্দ্বিধায় বন্দী হতে চাই 

তোমার হৃদয় পিঞ্জরের কয়েদখানায়,

পরাও অলিন্দ নিলয়ের শিরা উপশিরার হাতকড়া, 

ফাঁসিয়ে দাও তীক্ষ্ণ রক্তজালকের জালের ফাঁদে,

ভেসে থাকতে চাই উত্তপ্ত লাভার ন্যায় লাল রক্তস্রোতে,

মিশে যেতে চাই হিমোগ্লোবিনের বিন্দু বিন্দুতে। 


কয়েদ কেবল ইঁট কাঠ প্রস্তরের কড়ি বরগার কুঠি নয়,

হৃদয়ে বন্দিদশাও একপ্রকার কয়েদই হয়,

কয়েদী হবো তোমার হৃদয়কুঠুরীর জেলখানায়,

ধমনীর প্রাচীরের গরাদ ধরে নিত্যরোজ দাঁড়িয়ে থাকব, 

উল্লাসে মনে মনে আঁটছি ফিকির ফন্দি,

লোহিত শ্বেত অনুচক্রিকার কণাগুলোর ছুটোছুটি, 

হৃদপিন্ডে শুরু হবে ধক ধক শব্দমালার কাউন্টডাউন।


আমি অপেক্ষারত বিরহের হিমঘরে অনন্তকাল ধরে

আবেগের বশীভূত সমাজ সংসারে বিবাগী,

সময় বহে চলে ক্ষীণ আশার চূড়ান্ত প্রতীক্ষায়,

তোমার হৃদয়কুঠুরিতে সমাদরে বন্দিদশার সাজা চাই,

ভালোবাসার অপরাধী,চাইনা হতে বেকসুর খালাস, 

বলো কি সাজা তুমি আজ শোনাবে আমায়।


নেই কোনো শপথ কোনো প্রতিশ্রুতির বায়নার ঝক্কি 

ছুঁতে চাই বাহুডোরের আলিঙ্গন,হৃদয়ের গন্ডি,

চাইনা মানসিক দন্দ্ব প্রতিদন্দ্ব,উৎকণ্ঠা বা উদ্বেগ 

অথবা শারীরিক নির্যাসের ছোঁয়া,

কয়েদ চেয়েছি হৃদয়ে তবু কিসের এত প্রতিবন্ধকতা,

ভালোবাসা দিয়ে বন্দী করো অন্তরের চোরাকুঠুরীতে, 

দীর্ঘমেয়াদী মামলা চলুক থাকবো প্রেমের থানায়।