Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

#সৃষ্টি_সাহিত্য_যাপন  #বিভাগ_কবিতা  #শিরোনাম_সোনা_রোদ্দুরে #কলমে_কুমার_সব্যসাচী  #তারিখ_২৯_১১_২০২১ আমার স্বপ্নের ম্যাগনোলিয়া ফোটে সকালে ও বিকেলে, হৃদয়ের বাঁশি শুনিয়ে যেন হয়ে থাকে সেকেলে। ভাবাটা সত্য হলেও সত্যটা ভীষণ আপেক্ষিক, চন্দ্রে…



#সৃষ্টি_সাহিত্য_যাপন 
#বিভাগ_কবিতা 
#শিরোনাম_সোনা_রোদ্দুরে
#কলমে_কুমার_সব্যসাচী 
#তারিখ_২৯_১১_২০২১
আমার স্বপ্নের ম্যাগনোলিয়া ফোটে সকালে ও বিকেলে,
হৃদয়ের বাঁশি শুনিয়ে যেন হয়ে থাকে সেকেলে।
ভাবাটা সত্য হলেও সত্যটা ভীষণ আপেক্ষিক,
চন্দ্রের পরবর্তীতে নেত্রের পূর্বে দুই সন্ধিক্ষণে পাক্ষিক।
বুঝতে পারি না প্রভাসে প্রত্যুষে একই কেনই বা সোনালী আভা,
গোধূলির ছায়াভৃত্ত পূর্ণ করে দ্বীপ প্রোগ্রামিং-এ জাভা।
সকালটা তোমার হলে সন্ধ্যাটা আমার হওয়া চাই,
দুপুরে আলাদা থেকেও রাতটা দুজনে যেন পাই।
অনুভব করি নৈশ রজনীগন্ধায় কোমল গান্ধারের স্পর্শ,
রূপে রসে সমৃদ্ধ থেকেও স্বপ্নালু ফুলের অন্তরে থাকা রহস্য।
সমগ্র পুষ্পশোভিত থাকে সারাবেলার অর্ধচুম্বনে,
প্রতিকল্পের দিবানিশি অপেক্ষারত তোমারই ফুলবনে।
নিজের মনকে বিকশিত করে রাখি যে একটু অপেক্ষা,
সোনালী রোদ্দুরের উজ্জ্বল স্থানে নেবে পুষ্পের পরীক্ষা।
দিতে পারি বিনাশর্তে জানি সে ফুল পাবো না,
পারিজাত ফুটে আছে অচিনপুরে নিজে সেখানে যাবো না।
যেতে পারো তুমি;পাহাড়ে অথবা সমুদ্রের ফেনারাশি হয়ে,
জীবাশ্ম থেকে সজীব কোষে সিক্ত ক্ষয়ে যাওয়া হৃদয়ে।
সেই ফুল তোমার চরণে থাকবে বিকেলে দেখি যাকে,
সংসার মাঝে চলে যাবো ভোরে পুনর্জন্ম পঙ্কে।