Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

শিরোনাম --স্পর্শে স্বপ্ন-জলসুস্মিতা দত্ত মুখার্জী26/11/2021✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️
অপেক্ষারও অপেক্ষা থাকে সময়ও থমকে যায় সময়ের জন্য,ভাসা ভাসা চোখে স্বপ্নের জল ভরা ডুবন্ত চোখে কতদিন ঘুম আসেনি ঝোড়…

 
শিরোনাম --স্পর্শে স্বপ্ন-জল

সুস্মিতা দত্ত মুখার্জী

26/11/2021

✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️✍🏻️


অপেক্ষারও অপেক্ষা থাকে 

সময়ও থমকে যায় সময়ের জন্য,

ভাসা ভাসা চোখে স্বপ্নের জল ভরা 

ডুবন্ত চোখে কতদিন ঘুম আসেনি 

ঝোড়ো হাওয়ায় উথাল পাথাল ঢেউ 

তছনছ করে যায় জীবন যৌবন।

জীবন ভুলে রেখেছি কোথায় 

ঠিক মনে পড়েনা... 

চোখের ওপর জেগে রয় রাত জাগা দুটো চোখ 

সময়কে বোলো একটু থামতে 

সময়েরও তো অসময় থাকে।

শুষ্ক ঠোঁটে ভেজা লাল গোলাপের পাপড়ি 

থরে থরে সাজানো উষ্ণতার স্পর্শ 

পাথরের দেয়াল ভেদ করে পারাপার অসাধ্য

যেখানে থেমে ছিলাম চলতে চলতে 

এখনো মন সেখানেই জমা রয়েছে... 

কোনো পথের দিশাতো মিলবে 

যে পথ মিলবে তোমার পথে 

এটাই কি ভালোবাসা !

যেখানে সূর্যের উদয়াস্ত হয়না 

চাঁদের জোৎস্না অশ্রু ঝরায়, 

ভালোবাসার জন্য।