Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

নেতাজি স্মরণে রক্তদান কর্মসূচি

মহান দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাতে নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকীর দিন থেকেই পথচলা শুরু করলো ‘ইমারজেন্সি ব্লাড’ নামক এক নন রেজিস্ট্রীকৃত সামাজিক সংস্থা। এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী রাহুল কোলে…

 


মহান দেশপ্রেমিককে শ্রদ্ধা জানাতে নেতাজীর ১২৫তম জন্মবার্ষিকীর দিন থেকেই পথচলা শুরু করলো ‘ইমারজেন্সি ব্লাড’ নামক এক নন রেজিস্ট্রীকৃত সামাজিক সংস্থা। এই অলাভজনক স্বেচ্ছাসেবী সংস্থাটির প্রতিষ্ঠাতা সম্পাদক বিশিষ্ট সমাজকর্মী রাহুল কোলে। এছাড়াও এই সংস্থার বর্তমান সদস্যরা হলেন বিশিষ্ট সমাজসেবী গোপাল সাহা, সাংবাদ মাধ্যম ‘BENGAL SAMACHAR’-এর সহ-সম্পাদক শাহ্ মহম্মদ নুরানী। এছাড়াও আছেন শিক্ষক পার্থপ্রতিম দাস  ছাড়াও আছেন অন্যান সমাজকর্মি সৌমেন সাউ, সৌমেন দত্ত ও  শুভ্নীল সাহুর মতো অন্যান ব্যাক্তিত্ব ও সৌমেন হেলানি ও বর্ষা হাঁসদার মতো ছাত্র ছাত্রী শুধু মেদিনীপুর শহর না  জেলার বিভিন্ন প্রান্তের ছেলে মেয়ে ও অন্য জেলার ও মানুষ জন আছেন এই সংস্থাই, সংস্থার প্রতিষ্ঠাতা রাহুল কোলে বলেছেন এই সংস্থা জরুরি ভিত্তিতে মুমূর্ষু রোগীদের রক্তদান ও অন্যান সামাজিক কাজ তারা করবেন। তিনি চাইছেন সংস্থাটি  সরকারী অনুমদিত করার পর তারা বৃহত্তর ক্ষেত্রে ঝাঁপিয়ে পড়ে কাজ করবেন।