Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

দুই দিন ধরে মা ওয়েলফেয়ার ট্রাস্ট এর কর্মসূচি উদযাপন

দিন সব সময়ে একরকম যায় না। জীবনে ভালো ও সফল সময় যেমন আসে, তেমনি আসে ব্যর্থতা পূর্ণ সময়।খারাপ সময় অথবা ব্যর্থতা আসলে জীবনেরই একটা অংশ। আপনি যে অবস্থায়ই থাকেন না কেন, এর মুখোমুখী আপনাকে হতেই হবে। কিন্তু ব্যর্থ হওয়া বা খারাপ সময় আ…



দিন সব সময়ে একরকম যায় না। জীবনে ভালো ও সফল সময় যেমন আসে, তেমনি আসে ব্যর্থতা পূর্ণ সময়।

খারাপ সময় অথবা ব্যর্থতা আসলে জীবনেরই একটা অংশ। আপনি যে অবস্থায়ই থাকেন না কেন, এর মুখোমুখী আপনাকে হতেই হবে। কিন্তু ব্যর্থ হওয়া বা খারাপ সময় আসা মানেই জীবন থেমে যাওয়া নয়। অথাৎ মা ওয়েলফেয়ার ট্রাস্ট এর সদস্যরা থেমে থাকেনি তাঁদের লড়াই ও কর্মসূচী নিয়ে৷ 


মা ওয়েলফেয়ার ট্রাস্টের ১ বৎসর পূর্তি উপলক্ষ্যে গত ২২শে জানুয়ারি সকাল থেকে বিকেল অবধি পর্যন্ত রক্তদান অনুষ্ঠান অনুষ্ঠিত হয় তমলুক ব্লাডব্যাঙ্কে৷ প্রায় ২৫-২৭ জনের কাছাকাছি রক্তদাতারা এই অনুষ্ঠানে রক্তদিতে আসেন৷ এদিন সংস্থার পক্ষ থেকে বরণ করে নেওয়া হয়েছে তমলুক SDPO সাহেব মাননীয় সাকিব আহম্মেদ মহাশয়, পূর্ব মেদিনীপুর জেলা হসপিটাল সুপার মাননীয় ডাঃ ভাস্কর বৈষ্ণব সহ শিক্ষক যুগোলচন্দ্র পতি মহাশয়কে ৷ 


এছাড়া সংস্থা পক্ষ থেকে সকল রক্তদাতাদের গোলাপ ,ব্যাজ , মিষ্টির প্যাকেট ও একটি করে গাছের চারা দিয়ে শুভেচ্ছা জানানো হয়েছে৷ এমনকি আজ 24 শে জানুয়ারি সকাল থেকে মা ওয়েলফেয়ার ট্রাস্টের সদস্যরা পথে নেমে করোনা ভাইরাস এর তৃতীয় ঢেউ ওমিক্রম এর সচেতন করতে৷ প্রথম পর্যায়ে অথাৎ সকালে চন্ডীপুর থানার সহযোগিতায় চন্ডীপুর বাজারে ওমিক্রম সচেতনতা ও যারা মাস্ক পরিহিত নয় তাদেরকে মাস্ক পরিয়ে দিয়ে দঃ নরঘাট পর্যন্ত সচেতনতা বার্তা দেওয়া হয়৷ 

দ্বিতীয় পর্যায়ে নন্দকুমার থানার সহযোগিতায় উঃ নরঘাট হয়ে নন্দকুমার হাইরোড ও নন্দকুমার বাজারে মানুষদের সচেতনতা বার্তা ও মাস্ক,স্যানিটাইজার ও গাছ বিতরণ করা হয়েছে৷ এই কর্মসূচিতে উপস্থিত হয়েছিলেন তমলুক SDPO সাহেব মাননীয় সাকিব আহম্মেদ মহাশয় সহ নন্দকুমার থানার ওসি মাননীয় মনোজ কুমার ঝাঁ মহাশয় , ছিলেন নন্দকুমার থানার SP সাহেব রহমতুল্লা খান মহাশয় , এছাড়া উপস্থিত ছিলেন চন্ডীপুর থানার ওসি মাননীয় সুকমল ঘোষ মহাশয় সহ ASI অচিন নিয়োগী মহাশয় সহ অনান্যরা৷

 সংস্থার সদস্যরা জানান , তাঁদের এই কর্মসূচিতে বহু মানুষ সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন৷ সকলকেই সংস্থার পক্ষ থেকে আন্তরিক কৃতজ্ঞতা জানাই৷ এমনকি বলেন করোনার তৃতীয় ঢেউ -এ সকলেই সুস্থ থাকতে ও রাখতে এমন কর্মসূচি নেওয়া হয়েছে৷ এই কর্মসূচিতে যিনারা সামিল হয়েছিলেন প্রত্যেকেই আমার সংস্থার পক্ষ ধন্যবাদ জ্ঞাপন করি৷


 আমাদের মা ওয়েলফেয়ার ট্রাস্ট এর ১ বৎসর পূর্তি উপলক্ষ্যে এই ধরণের কর্মসূচি নিয়ে আমরা রাস্তায় নেমেছি জনগণদের সচেতনতা করতে ৷ এছাড়াও জানান যে , আমরা পরবর্তীতেও এমন কর্মসূচি নিয়ে প্রস্তুত হচ্ছি৷ অাশাকরি সকলের আর্শিবাদ , সহযোগিতা ও ভালোবাসা নিয়ে আমরা এগিয়ে যাবো৷ এক সুস্থ সমাজ , সুস্থ পরিবেশ গড়ে তোলা আমাদের লক্ষ্য ৷