Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

মেদিনীপুর কলেজের ১৫০ তম বর্ষ পদার্পণ উৎসবের সূচনা.

নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজের (স্বশাষিত) দেড়শো তম বর্ষে পদার্পণ উৎসবের সূচনা হলো অনাড়ম্বরভাবে।
 ভারতের অন্যতম প্রাচীন তথা সেরা এই কলেজের পথচলা শুরু হয়েছিল ১৮৭৩ খ…


 নিজস্ব সংবাদদাতা, মেদিনীপুর..... পশ্চিম মেদিনীপুর জেলায় অবস্থিত ঐতিহ্যবাহী মেদিনীপুর কলেজের (স্বশাষিত) দেড়শো তম বর্ষে পদার্পণ উৎসবের সূচনা হলো অনাড়ম্বরভাবে।

 ভারতের অন্যতম প্রাচীন তথা সেরা এই কলেজের পথচলা শুরু হয়েছিল ১৮৭৩ খ্রীষ্টাব্দে। রবিবার কোভিড বিধি মেনে আয়োজিত এই পদার্পণ উৎসবের ভার্চুয়ালি সূচনা করেন কলেজ পরিচালন সমিতির সভাপতি তথা অসমের গৌহাটি বিশ্ববিদ্যালয়ের কলা বিভাগের ডীন অধ্যাপক ড.রাজীব হান্ডিক। 

কলেজের বিবেকানন্দ হলে আয়োজিত এদিনের অনুষ্ঠানে সভাপতিত্ব করার পাশাপাশি কলেজের পতাকা উত্তোলন করেন কলেজের বর্তমান অধ্যক্ষ ড.গোপাল চন্দ্র বেরা। এদিনের অনুষ্ঠানের শুরুতে উপস্থিত বিশিষ্ট ব্যক্তিবর্গেকে কলেজের এন সি সি ইউনিটের পক্ষ থেকে গার্ড অব অনার জানানো হয়। 


বিবেকানন্দের মূর্তিতে মাল্যদান ও ১৫০ প্রদীপ প্রজ্জ্বলনের পাশাপাশি বেলুন ওড়ানো হয় এদিনের অনুষ্ঠানের সূচনা পর্বে। উদ্বোধনী সঙ্গীত পরিবেশন করেন কলেজের অধ্যাপক ড.বিশ্বরূপ সরকার। এদিনের অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা শাসক কেম্পাহোনাইয়া,এডিশনাল এস পি আম্লান কুসুম ঘোষ,জয়েন্ট ডিপিআই ড.রমাপ্রসাদ ভট্টাচার্য, মেদিনীপুর কলেজের দুই প্রাক্তন অধ্যক্ষ মুকুল রঞ্জন রায় ও ড.প্রবীর চক্রবর্তী, এম কে ডি এ-এর চেয়ারম্যান দীনেন রায়, মেদিনীপুর পুরসভার পৌরপ্রশাসক মন্ডলীর চেয়ারম্যান সৌমেন খান,ডিসিসিআই এর সভাপতি তথা বিশিষ্ট উদ্যোগপতি আনন্দগোপাল মাইতি, কলেজের প্রাতঃবিভাগের ইনচার্জ অধ্যাপক ড.গৌতম ঘোষ,কলেজ প্রাক্তনীর সাধারণ সম্পাদক কুণাল ব্যানার্জী সহ অন্যান্য বিশিষ্ট জনেরা। 


উপস্থিত ছিলেন কলেজের অধ্যাপক-অধ্যাপিকা-শিক্ষাকর্মীবৃন্দ। উপস্থিত ছিলেন কলেজ প্রাক্তনীর বেশকিছু সদস্য-সদস্যা।কলেজের থিম সঙ সহ সংক্ষিপ্ত আকারে সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয় এদিনের কর্মসূচির অঙ্গ হিসেবে। এদিন কলেজের পুরানো দিনের নানা মুহুর্তের ছবি নিয়ে একটি এলবাম প্রকাশিত হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন কলেজের অধ্যাপিকা ড.চন্দ্রিমা চক্রবর্তী। 


কলেজ সূত্রে জানা গেছে, কোভিড সংক্রমণ কমলে বড় আকারের অনুষ্ঠান হবে এবং দেড়শো বছর উদযাপন অনুষ্ঠানকে কেন্দ্র করে বছরভর নানাধরনের কর্মসূচি অনুষ্ঠিত হবে।