Page Nav

HIDE

Post/Page

Weather Location

Breaking News:

latest

সৃষ্টি-সাহিত্য-যাপন-দৈনিক-সেরা-লেখনী-সম্মাননা

সৃষ্টি সাহিত্য যাপনকবিতা : ভুলা যায় না✍ সঞ্জয় কুমার পাল ০২/০১/২০২২ ইংরেজী।***********************আমি দেখেছি তোমায় নয়ন ভরেতুমিও দেখেছিলে মোরে,তারপর কতো মেলামেশা হলোকতো কথা বলা হলো ভোরে। 
তোমাদের বাসার বহিরাঙ্গনে ছিলোশেফালি ফুলের বা…

 


সৃষ্টি সাহিত্য যাপন

কবিতা : ভুলা যায় না

✍ সঞ্জয় কুমার পাল

 ০২/০১/২০২২ ইংরেজী।

***********************

আমি দেখেছি তোমায় নয়ন ভরে

তুমিও দেখেছিলে মোরে,

তারপর কতো মেলামেশা হলো

কতো কথা বলা হলো ভোরে। 


তোমাদের বাসার বহিরাঙ্গনে ছিলো

শেফালি ফুলের বাগান,

প্রতিদিন ভোরে শেফালি কুড়াতে গিয়ে 

শুনতাম হারমোনিয়াম বাজিয়ে ....

প্রেক্টিস করছো গান ।


জানালা দিয়ে তাঁকালেই তুমি

বাইরে আসতে বেড়িয়ে,

আমার হাত থেকে সাজি কেড়ে নিয়ে

শেফালি ফুলে দিতে ভরিয়ে।


আমার তখন শিল্পাঙ্গনে ছিলো

প্রায় প্রতিদিনই বিচরণ,

সেখান থেকেই চোখে চোখ রাখা শুরু

দেয়া নেয়া হয়েছিলো মন।


শীতের ভোরে সিক্ত শেফালি কুড়ানো

নিছক একটা বাহানা,

তুমি বুঝেছিলে অনুভবে তা....

একদিন বলেছিল তাই....

টের পাবে কেউ....

এতো ভোরে তুমি এসো না।


তারপর আর তেমন যাইনি

কোন ফাংশনে গেলে হতো দেখা,

অনেকদিন পর একখানা চিঠি পেলাম

তোমার হাতের লেখা।


চিঠিতে লিখেছিলে একটি 

কবিতা লিখে দিতে....

তোমার বিয়ের চিঠিতে দিতে চাও,

চোখের জ্বলে লিখলাম ছোট্ট কবিতা

পড়ে অনেক আনন্দ তুমি পাও।


আজ অবেলায় মনে পড়ে গেলো

পেছনে ফেলে আসা সেই স্মৃতি,

ভুলতে চাইলেও ভুলা যায় না,

তোমার কণ্ঠে গাওয়া কতো গীতি !

          *************